পিভি সিন্ধু টুইটার
জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট গেমে হারিয়ে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছেন। আত্মতুষ্টির তো কোনও জায়গাই নেই, বরং সবার আগে শুরু করে দিয়েছেন কাটা-ছেঁড়া, নিজের সমালোচনা। আর সেটা করতে গিয়ে নিজের খেলায় বেশ কিছু ভুল খুঁজে পেয়েছেন পি ভি সিন্ধু। শেষ চারের আগে স্বস্তিতে নেই তিনি।
সেমিফাইনালে পৌঁছনোর পর তিনি বলেন, ‘‘আমার খেলায় বেশ কিছু ভুল ছিল’’। বিশেষ করে দ্বিতীয় গেমের কথা তুলে ধরে সিন্ধু বলেন, ‘‘আমার কিছু ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গেমে ইয়ামাগুচি ফিরে আসে। একটা সময় ও গেম পয়েন্টে ছিল। তবে আমি চাপে পড়িনি।’’
ভারতের এই ব্যাডমিন্টন খেলোয়াড় এর জন্য ধন্যবাদ জানান তাঁর প্রশিক্ষককে। তিনি বলেন, ‘‘আমার প্রশিক্ষক সবসময় আমার পাশে ছিলেন। আমার ওপর চাপ আসতে দেননি।’’
সিন্ধু আরও বলেন, ‘‘আমি খুশি, তবে এখনও কাজটা শেষ হয়নি। ফিরে গিয়ে আমি বিশ্রাম নেব আর সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দেব।’’
কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় গেমে বেশ কয়েকবার বড় র্যালি খেলতে হয়েছে সিন্ধুকে। তাই সেমিফাইনালের আগে নিজেকে যতটা সম্ভব বিশ্রামে রাখতে চান তিনি। সিন্ধু বলেন, ‘‘অনেকগুলো বড় বড় র্যালি খেলতে হয়েছে আমাকে। দ্বিতীয় গেমে ইয়ামাগুচি ফিরে আসায় খেলাটা আবার কঠিন হয়ে যায়। এখন আমি বিশ্রাম নিয়ে সেমিফাইনালের দিকে মন দিতে চাই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy