করোনা হানা অলিম্পিক্স ভিলেজে। —ফাইল চিত্র
টোকিয়ো অলিম্পিক্স শুরু হতে বাকি আর ছয় দিন। তার আগেই করোনা হানা অলিম্পিক্স ভিলেজে। কর্তৃপক্ষ জানিয়েছেন গেমস ভিলেজের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনও জানানো হয়নি।
২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স। বহু খেলোয়াড় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। টোকিয়ো অলিম্পিক্সের আয়োজক সংস্থার মুখপাত্র বলেন, ‘‘একজন আক্রান্ত। ভিলেজের মধ্যে এটাই প্রথম করোনা সংক্রমণ।’’
গত বছর অলিম্পিক্স আয়োজনের কথা থাকলেও তা করা সম্ভব হয়নি করোনার জন্য। এই বছর তা আয়োজন করা হয়েছে। তবে জাপানেই বার বার প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। করোনার জন্য এ বারের অলিম্পিক্সে কোনও দর্শক থাকবে না। বহু ব্যবস্থা নেওয়ার পরেও ভিলেজে করোনা ঢোকা আটকানো গেল না।
First case of COVID19 detected in Tokyo Olympic Village, say organisers: AFP pic.twitter.com/JWvL4yGOrJ
— ANI (@ANI) July 17, 2021
অলিম্পিক্স শুরু হতে আর মাত্র ছয় দিন বাকি। তার আগে এই করোনা সংক্রমণ চিন্তায় ফেলল আয়োজকদের। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অনেকেই পৌঁছে গিয়েছেন। অলিম্পিক্স আয়োজনে এই সংক্রমণ বাধা হয়ে উঠবে কি না তা এখনও স্পষ্ট নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy