চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত। সঙ্গে নিউ জ়িল্যান্ডও। ‘এ’ গ্রুপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এই গ্রুপ থেকে কে শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে, সেটাই নির্ভর করছে রবিবারের ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের উপর। এই ম্যাচের জন্য কী ভাবে প্রস্তুতি নিচ্ছে ভারত? থাকছে সব খবর।
আইএসএলে আজ ইস্টবেঙ্গল-হায়দরাবাদ ম্যাচ। সুপার ছয়ে উঠতে গেলে ইস্টবেঙ্গলকে জিততেই হবে। অস্কার ব্রুজোর দল কি যুবভারতীতে জিততে পারবে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ। আজ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে পাঁচটি ম্যাচ।
গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে রোহিতেরা, ভারতীয় দলের খবর
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ড জিততেই ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে উঠে গিয়েছে ভারত এবং বাংলাদেশ। ছিটকে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এই গ্রুপ থেকে কে শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে, সেটাই এখন দেখার। তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। সে দিন রোহিত শর্মার দলের খেলা নিউ জ়িল্যান্ডের সঙ্গে। যারা জিতবে তারাই গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে। এই ম্যাচের জন্য কী ভাবে প্রস্তুতি নিচ্ছে ভারত? থাকছে সব খবর।
আইএসএলে টিকে থাকার লড়াই ইস্টবেঙ্গলের, যুবভারতীতে জিততেই হবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে সুপার ছয়ে উঠতে গেলে আজ ইস্টবেঙ্গলকে জিততেই হবে। হায়দরাবাদের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেই সব আশা শেষ হয়ে যাবে লাল-হলুদের। অস্কার ব্রুজোর দল কি যুবভারতীতে জিততে পারবে? আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ আফগানিস্তান বনাম ইংল্যান্ড খেলা। ‘বি’ গ্রুপ থেকে এখনও কোনও দল সেমিফাইনালে ওঠেনি। ফলে এই ম্যাচও গুরুত্বপূর্ণ। দু’টি দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া হারিয়েছে ইংল্যান্ডকে। আজ আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
শুরু হচ্ছে রঞ্জি ট্রফি ফাইনাল, লড়াই কেরল বনাম বিদর্ভের
আজ শুরু রঞ্জি ফাইনাল। মুখোমুখি বিদর্ভ ও কেরল। গত সাত বারে এই নিয়ে চতুর্থ বার ফাইনালে উঠেছে বিদর্ভ। অন্য দিকে কেরল এই প্রথম রঞ্জি ফাইনালে উঠেছে। পাঁচ দিনের ম্যাচের আজ প্রথম দিন। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চারটি ম্যাচ, রয়েছে লিভারপুলের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পাঁচটি ম্যাচ। খেলবে লিগ শীর্ষে থাকা লিভারপুল। তাদের সামনে নিউক্যাসল। খেলা রাত ১:৪৫ থেকে। বাকি চারটি ম্যাচ রাত ১টা থেকে। খেলবে আর্সেনাল-নটিংহ্যাম ফরেস্ট, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-ইপসউইচ টাউন, ম্যাঞ্চেস্টার সিটি-টটেনহ্যাম, ব্রেন্টফোর্ড-এভার্টন। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।