Advertisement
১৯ অক্টোবর ২০২৪
Today’s sports events

আইএসএলে কলকাতা ডার্বি জিতবে কে? ভারত পারবে টেস্ট বাঁচাতে?এমার্জিং কাপে খেলবে ভারত-পাকিস্তান

মরসুমের প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে শনিবার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। কে জিতবে? ক্রিকেটে ভারত বনাম নিউ জ়িল্যান্ড টেস্টের চতুর্থ দিনের খেলা।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ০৭:৪০
Share: Save:

মরসুমের প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে শনিবার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। টানা চার ম্যাচ হারা ইস্টবেঙ্গল কি পারবে মোহনবাগানের থেকে পয়েন্ট কাড়তে? না কি মোহনবাগান জয়ের ধারা অক্ষুণ্ণ রাখবে? চোখ থাকবে সেই ম্যাচে।

ক্রিকেটে ভারত বনাম নিউ জ়িল্যান্ড টেস্টের চতুর্থ দিনের খেলা রয়েছে। ভারত টেস্ট বাঁচাতে পারে কি না সে দিকে নজর থাকবে। এ ছাড়া এমার্জিং এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ এবং রঞ্জি ট্রফিতে বাংলার খেলা রয়েছে। বিদেশি ফুটবল দেখতে চাইলে রয়েছে ইপিএল এবং লা লিগার খেলা।

কলকাতার ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান

মরসুমের প্রথম কলকাতা ডার্বি আয়োজিত হচ্ছে শনিবার। ইস্টবেঙ্গলের হোম ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে। আগের ম্যাচে মহমেডানকে হারিয়ে তেতে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলের পয়েন্ট তালিকায় আরও উপরে যেতে মরিয়া তারা। ইস্টবেঙ্গল চারটি ম্যাচ খেলে প্রতিটি হেরেছে। মোহনবাগানের বিরুদ্ধে কি পয়েন্ট পাবে? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

ভারত বনাম নিউ জ়িল্যান্ড প্রথম টেস্টের চতুর্থ দিন, রোহিতেরা ম্যাচ বাঁচাবেন?

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

প্রথম ইনিংসে ৪৬ অল আউট হওয়ার ভূত তাড়া করছে ভারতকে। নিউ জ়িল্যান্ড প্রথম ইনিংসেই এগিয়ে গিয়েছে ৩৫৬ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত সামলে দিলেও তৃতীয় দিনের শেষ বলে বিরাট কোহলি ফিরে যাওয়ায় চাপে পড়েছে ভারত। তারা কি প্রথম টেস্ট বাঁচাতে পারবে? সকাল ৯.৩০ থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

রঞ্জি ট্রফি বাংলা-বিহার ম্যাচের দ্বিতীয় দিন

রঞ্জি ট্রফিতে প্রথম বার ঘরের মাঠে খেলতে নেমেছে বাংলা। যদিও প্রথম দিনের খেলার ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। দ্বিতীয় দিন কি ম্যাচ শুরু হবে? সকাল ৯.৩০টা থেকে ম্যাচ শুরু। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

এমার্জিং এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান

এমার্জিং এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচেই খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তিলক বর্মার নেতৃত্বাধীন দলে রয়েছেন আয়ুষ বাদোনি, প্রভসিমরন সিংহের মতো ক্রিকেটার। পাকিস্তানের নেতৃত্বে মহম্মদ হ্যারিস। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং হটস্টার অ্যাপে।

ইপিএলে খেলবে ম্যান ইউ, টটেনহ্যাম, আর্সেনাল

আন্তর্জাতিক বিরতির পর আবার শুরু হচ্ছে ক্লাব ফুটবল। ইপিএলে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বিপক্ষে ব্রেন্টফোর্ড। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টায়। একই সময়ে রয়েছে ইপ্সউইচ টাউন-এভার্টন, ফুলহ্যাম-অ্যাস্টন ভিলা, নিউক্যাসল-ব্রাইটন, সাদাম্পটন-লিস্টার সিটি ম্যাচ। বিকেল ৫টা থেকে টটেনহ্যাম খেলবে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। রাত ১০টায় বোর্নমাউথের সামনে আর্সেনাল। সব ম্যাচ স্টার স্পোর্টস সিলেক্ট ১ এবং ২ চ্যানেল ও হটস্টার অ্যাপে।

লা লিগায় নামছে রিয়াল মাদ্রিদ

লা লিগায় বার্সেলোনাকে ছোঁয়ার লক্ষ্যে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ সেল্টা ভিগো। খেলা রাত ১২.৩০টা থেকে। এ ছাড়া রয়েছে অ্যাথলেটিক ক্লাব-এস্প্যানিয়ল (বিকেল ৫.৩০টা), ওসাসুনা-রিয়াল বেটিস (সন্ধ্যা ৭.৪৫টা), জিরোনা-রিয়াল সোসিয়েদাদের (রাত ১০টা) ম্যাচ। সব ম্যাচ দেখা যাবে gxr.world ওয়েবসাইটে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE