কাল শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। ভারত নামছে পরশু। প্রথম ম্যাচে রোহিত শর্মার দলের সামনে বাংলাদেশ। কী ভাবে প্রস্তুতি সারছেন রোহিতেরা? বিতর্কের প্রতিযোগিতায় নতুন ঝামেলা ভারতের জাতীয় পতাকা মাঠে না রাখা নিয়ে। থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির সব খবর।
খুব বেশি দূরে নেই আইপিএল-ও। সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই চলবে বিভিন্ন দলের প্রস্তুতি। থাকছে আইপিএলের বিভিন্ন দলের খবর। রয়েছে রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ম্যাচ।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বুধবার, থাকছে সব দলের সব খবর
কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। ভারত নামছে পরশু। প্রথম ম্যাচে রোহিত শর্মার দলের সামনে বাংলাদেশ। কী ভাবে প্রস্তুতি সারছেন রোহিতেরা? এর মাঝে আয়োজক দেশ পাকিস্তান তাদের স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা রাখেনি বলে জানা গিয়েছে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির সব খবর।
আইপিএলের সূচি ঘোষিত, ইডেনে শুরু প্রতিযোগিতা, কী ভাবে তৈরি হচ্ছে দলগুলি?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ঘোষিত হয়ে গিয়েছে আইপিএলের সূচি। ২২ মার্চ ইডেনে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই চলবে বিভিন্ন দলের প্রস্তুতি। থাকছে আইপিএলের বিভিন্ন দলের খবর।
রঞ্জির দু’টি সেমিফাইনাল, দ্বিতীয় দিনের খেলার খবর
শুরু হয়ে গিয়েছে রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল। আমদাবাদে গুজরাত খেলছে কেরলের বিরুদ্ধে। নাগপুরে বিদর্ভ মুখোমুখি মুম্বইয়ের। আজ দ্বিতীয় দিনের খেলা। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে চার ম্যাচ, খেলবে বায়ার্ন, মিলান
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ চারটি ম্যাচ। রাত ১১:১৫ থেকে রয়েছে এসি মিলান-ফেনুর্ড ম্যাচ। বাকি তিনটি ম্যাচ রাত ১:৩০ থেকে। খেলবে বায়ার্ন মিউনিখ-সেল্টিক, বেনফিকা-মোনাকো, আটালান্টা-ক্লাব ব্রাগ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।