এমনিতেই চলতি আইপিএলে খারাপ হাল চেন্নাই সুপার কিংসের। তার মধ্যে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে গিয়েছেন। চোটের কারণে আইপিএলের বাকি মরসুমে তাঁকে পাবে না দল। রুতুরাজের বদলি পেয়ে গিয়েছে চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আগামী রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে চেন্নাই। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, সেই ম্যাচের আগে মুম্বইয়েই দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটার আয়ুষ মাত্রে। আয়ুষ মুম্বইয়েরই ক্রিকেটার। অর্থাৎ, হার্দিক পাণ্ড্যদের বিরুদ্ধে মুম্বইয়ের আয়ুষকে খেলাতে পারেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলে বড় হয়েছেন আয়ুষ। এই মাঠ ভাল ভাবে চেনেন তিনি। সেই সুযোগ কাজে লাগাতে চাইছে চেন্নাই।
আরও পড়ুন:
রুতুরাজ ছিটকে যাওয়ার পর কয়েক জনকে ট্রায়ালে ডেকেছিল চেন্নাই। তার মধ্যে ছিলেন আয়ুষ। তিনি ছাড়া গুজরাতের উর্বিল পটেল ও উত্তরপ্রদেশের সলমন নিজ়ারকেও ট্রায়ালে ডাকা হয়েছিল। পৃথ্বী শ’য়ের নামও শোনা গিয়েছিল। তবে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। ট্রায়াল থেকে আয়ুষকে বেছে নিয়েছে চেন্নাই। নিলামে তাঁর ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। সেই টাকাতেই নেওয়া হয়েছে তাঁকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গত বছর মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ুষের। রঞ্জিতে দু’টি শতরান করেছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটেও জোড়া শতরান করেছেন তিনি। মুম্বইয়ের হয়ে তাঁর শেষ লিস্ট এ ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৪৮ রান করেছেন আয়ুষ। রঞ্জিতে মুম্বইয়ের হয়ে নজরকাড়া এই ব্যাটারকেই এ বার নিতে চলেছে চেন্নাই। ধোনিদের ব্যাটিংয়ের যা হাল, তাতে রবিবারই আইপিএলে অভিষেক হতে পারে আয়ুষের।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
০০:১৮
কেন লুকিয়ে রাখলেন নিজেকে? ম্যাচ হেরে অজুহাত খুঁজছেন লখনউয়ের অধিনায়ক পন্থ -
২৩:৪৭
অবশেষে গোয়েন্কার সঙ্গে সাক্ষাৎ! ২ সেকেন্ডে রাহুল বুঝিয়ে দিলেন গত বারের সেই অপমানের জ্বালা মেটেনি -
২২:৫২
ধমকের বদলা ধমাকায়! গোয়েন্কাকে জবাব বিতাড়িত রাহুলের, গ্যালারিতে দাঁড়িয়ে হার দেখলেন লখনউ মালিক -
২১:০৬
এক ওভারে মুকেশের জোড়া ধাক্কায় ছন্দহীন পন্থের লখনউ, জয়ের জন্য দিল্লির চাই ১৬০ রান -
১৮:৪১
দিনে পাঁচ লিটার দুধ? অবশেষে নিজের শক্তির রহস্য ফাঁস করলেন ধোনি