These Cricketers make their debut in this year dgtl
Test
২০১৭ সালে টেস্ট অভিষেক হয়েছে যাঁদের
ওডিআই-টি২০ ফর্ম্যাটের ক্রিকেটের মধ্যেও টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা এখনও আগের মতো। তরুণ ক্রিকেটারদের মধ্যেও বেশ জনপ্রিয় টেস্ট ক্রিকেট।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৭:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
কুলদীপ যাদব: প্রথম বাঁ-হাতি চায়নাম্যান বোলার হিসেবে ভারতের জার্সি গায়ে এই বছরই মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে কুলদীপ যাদবের। টেস্ট ক্রিকেটে কুলদীপের প্রথম শিকার ডেভিড ওয়ার্নার। শুধু ডেভিডই নন, যাদবের শিকার হন পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ।
০২০৫
টবি রোনাল্ড-জোনস: অভিষেক টেস্টেই ৮ উইকেট নেওয়ার নজির গড়েন টবি। বিগত ৫০ বছরে ইংল্যান্ডের হয়ে এই নজির কেউ গড়তে পারেননি। অ্যান্ডারসন-ব্রডদের পর টবিকেই ইংল্যান্ড পেস লাইন আপের অন্যতম কাণ্ডারী মনে করছে ক্রিকেট বিশ্ব।
০৩০৫
টম ব্লানডেল: এই বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েলিংটনে টেস্ট অভিষেক হয় টমের। প্রথম কিউই উইকেটরক্ষক হিসেবে অভিষেক ম্যাচে শতরান করেছেন টম।
০৪০৫
হ্যারিস সোহেল: শ্রীলঙ্কার বিরুদ্ধে এই বছর অভিষেক হয় হ্যারিসের। প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্স করেন সোহেল। দুই ইনিংস মিলিয়ে ১১০ রান করেন হ্যারিস। দু’টি উইকেটও নেন তিনি।
০৫০৫
এইডেন মার্করাম: ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় মার্করামের। প্রথম ম্যাচেই ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন এইডেন। সেঞ্চুরি করতে না পারলেও ৯৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।