কেউ বল হাতে টেস্টে হ্যাটট্রিক করেছেন। কেউ বা আবার এক ওভারে ছয় ছক্কার নজির গড়েছেন। বাইশ গজে এঁদের কেরামতি বার বারই দেখা যায়। কিন্তু, ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফিল্মেও অভিনয় করেছেন এমন বাবা-ছেলের কথা জানেন কি? গ্যালারির পাতা থেকে জেনে নিন এ রকমই আরও অনেক মজার তথ্য।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১৭:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
ক্রিকেটে কেরামতি দেখানোর আগে বাবা যোগরাজ সিংহের মতোই পঞ্জাবি ফিল্মে দেখা গিয়েছে যুবরাজ সিংহকে। শিশুশিল্পী হিসেবে যুবি অভিনয় করেছেন ‘মেহেন্দি সঙ্গনা দি’-সহ বেশ কয়েকটি ফিল্মে।
০২০৬
ব্যাটসম্যানদের দিকে বাউন্সার ছোড়া ছাড়া অভিনয় করতেও ভালবাসেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। ২০১৪-তে ‘ব্লেন্ডেড’ নামে হলিউড মুভিতে স্টেইনকে দেখা গিয়েছে অ্যাডাম স্যান্ডলারের সঙ্গে।
০৩০৬
ভারতীয় ক্রিকেটে সর্বসেরা অধিনায়কদের তালিকায় বেশ উপরের দিকেই থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি। বিজ্ঞাপনের পাশাপাশি জেনেলিয়া ডি’সুজা এবং জন এব্রাহামের সঙ্গে ইতিমধ্যেই অভিনয় করেছেন ‘হুক ইয়া ক্রুক’ ফিল্মে।
০৪০৬
তাঁর অফস্পিনের ফাঁদে ব্যাটসম্যানেরা প্রায়শই দিশেহারা হয়ে যান। ক্রিকেটেরা পাশাপাশি পঞ্জাবি ফিল্মে অভিনয়েও সমান সাবলীল ভাজ্জি। অক্ষয় কুমারের প্রযোজনায় ‘ভা-জি ইন প্রবলেম’-এ ক্যামিও রোলে দেখা গিয়েছে হরভজন সিংহকে।
০৫০৬
টিম ইন্ডিয়ার ২০০৩ সালের বিশ্বকাপ দলের সদস্য দীনেশ মোঙ্গিয়া কমেডি রোলও করেছেন। ‘কবাব মে হাড্ডি’ নামের ফিল্মে তিনি অমিতাভ বচ্চনকে নকল করে দর্শকদের বেশ হাসিয়েছিলেন।
০৬০৬
বাউন্সি পিচে বোলারদের শাসন করার পাশাপাশি সুনীল গাওস্করকেও দেখা গিয়েছে বলিউডি পর্দাতেও। ১৯৮৮-এ ‘মালামাল’ নামের ফিল্মে লিটল মাস্টার অভিনয় করেন নাসিরুদ্দিন শাহের সঙ্গে।