টেনিস খেলার উপর আপাতত নিষেধাজ্ঞা নেই। কোর্টে মেতে কোহলি, ভুবনেশ্বর, অশ্বিন। সোমবার। ছবি: ফেসবুক
আইসিসি এ বারের বিশ্বকাপে ক্রিকেটারদের ওপর যা সব নিষেধাজ্ঞা জারি করেছে, তাতে তাদের প্রায় অনূর্ধ্ব পনেরো টিমে রূপান্তরিত হওয়ার জোগাড়! অনুষ্কা শর্মাকে আর ঘরে রাখতে পারবেন না বিরাট কোহলি সে তো বহু দিনই জানা হয়ে গিয়েছে। কিন্তু তার বাইরেও অংশগ্রহণকারী ২১০ ক্রিকেটারের ওপর যা সব নিষেধাজ্ঞা চেপেছে, তা নজিরবিহীন! বিশ্বকাপের চল্লিশ বছরের ইতিহাসে আর কখনও হয়নি!
১) নিজের মোবাইল নম্বর জমা করতে হবে আইসিসির কাছে। কোনও গোপন নম্বর রাখা চলবে না। যাতে প্রয়োজনে গোয়েন্দারা যে কোনও সময় যে কোনও কারও ফোনে আড়ি পাততে পারেন।
২) হোটেলের ঘরে বাইরের কাউকে নিয়ে যাওয়া যাবে না। যদি একান্ত প্রয়োজন হয়, টিম ম্যানেজারের অনুমতি নিতে হবে। তিনি আবার আইসিসির অপরাধ দমন শাখার সম্মতি নিয়ে তবেই অতিথিকে ঘরে ঢুকতে দেবেন।
৩) আইসিসির অনুমতি ছাড়া সাংবাদিকের সঙ্গে সরকারি ভাবে কথা বলা যাবে না।
৪) অপরিচিত আকর্ষণীয় মহিলাদের সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। এরা নানা ভাবে ভাব জমাবার, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। এদের কোনও মতেই প্রশ্রয় দেওয়া যাবে না। বুকিরা এদের চর করে পাঠাতে পারে, এমনই আশঙ্কা।
৫) হোটেলের বাইরে কোথাও যেতে হলে শুধু জানিয়েই নয়, সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়ে যেতে হবে। এদের আইসিসি অনুমোদিত হওয়া চাই। না জানিয়ে দুমদাম বেরিয়ে যাওয়া যাবে না।
৬) মাঠে কোনও ভাবেই বলের বিকৃতি ঘটানো চলবে না। ক্যাপ্টেনকে এ ব্যাপারে বাড়তি দায়িত্ব নিতে হবে। নইলে কিছু ঘটলে তাঁকে দোষী সাব্যস্ত করা হবে।
৭) প্রতি টিমের সঙ্গে নিরাপত্তারক্ষী ত্রিদেশীয় সিরিজে থাকা এক জন থেকে বাড়িয়ে তিন জন করা হবে।
৮) সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুর্নামেন্ট চলাকালীন ব্যবহারের ব্যাপারে বিচক্ষণতা দেখাতে হবে। ফেসবুকে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
৯) টুইটার ব্যবহারের ব্যাপারে সতর্কতা দেখাতে হবে।
১০) নতুন কোনও স্পনসরের সঙ্গে কাপ মধ্যবর্তী সময় গা ঘেঁষাঘেঁষি না করাই ভাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy