Team India undergoes first training session in Brisbane dgtl
Virat Kohli
গাব্বায় অনুশীলন শুরু বিরাটদের, দেখুন সেই ছবি
অস্ট্রেলিয়া পৌঁছে অনুশীলনে নেমে পড়ল ভারত। রবিবার সকালে ব্রিসবেনে নেটে গা ঘামালেন বিরাট কোহালি, রোহিত শর্মারা। বুধবার থেকে এখানেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া অনুশীলনের ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৯:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
অস্ট্রেলিয়া পৌঁছে অনুশীলনে নেমে পড়ল ভারত। রবিবার সকালে ব্রিসবেনে নেটে গা ঘামালেন বিরাট কোহালি, রোহিত শর্মারা। বুধবার থেকে এখানেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া অনুশীলনের ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়।
০২০৭
গাব্বার আকাশে মেঘের ঘনঘটা। অনুশীলন শুরু করার আগে সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনায় প্রধান কোচ রবি শাস্ত্রী। প্রচারমাধ্যমের সামনে শাস্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন যে ঘরের মাঠে অস্ট্রেলিয়া মোটেই দুর্বল দল নয়।
০৩০৭
জশপ্রীত বুমরা হলেন দলের পয়লা নম্বর পেসার। টি-টোয়েন্টি সিরিজে তাই তাঁর উপর নির্ভরতা অনেকটাই। বাঁ-হাতি স্পিনার ক্রুনাল পান্ড্য সদ্য অভিষেক করেছেন। আর অভিষেকেই অলরাউন্ডার হিসেবে নজর কেড়েছেন।
০৪০৭
উইকেটকিপিং নিয়ে সংশয় থাকলেও ঋষভ পন্থের ব্যাটিংয়ে ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়েছে তাঁকে। তাঁর আগ্রাসী মানসিকতাকে কাজে লাগাতে চাইছে ভারত।
০৫০৭
গাব্বার নেটে ভারতীয়রা। প্রথম নেটেই রয়েছেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ-জেতানো সেঞ্চুরি করেছিলেন তিনি। এ বার রোহিতের সামনে সুযোগ টেস্ট সিরিজে নিজের জায়গা পাকা করার।
০৬০৭
দীনেশ কার্তিক আবার ঋষভের উপস্থিতিতেও খেলছেন প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে। ব্যাট হাতে ছয় নম্বরে ফিনিশার হিসেবে খেলানো হচ্ছে তাঁকে। আর এই ফরম্যাটে দীনেশ ভরসা জোগাচ্ছেন।
০৭০৭
অধিনায়ক হিসেবে এই সফর বিরাট কোহালির কাছে অগ্নিপরীক্ষা। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার এটাই সোনার সুয়োগ বলে মনে
করছে ক্রিকেটমহল। আর তা করতে গেলে ব্যাট হাতে কোহালিকেই নিতে হবে প্রধান ভূমিকা। পাশাপাশি, টি-টোয়েন্টিতেও তাঁর রেকর্ড দারুণ।