টেস্টে জয়ের মুখ দেখবে সাকিবরা?
ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলার রোমাঞ্চ ওদের সঙ্গী। সেই রোমাঞ্চ আর হারের বৃত্ত ভাঙার স্বপ্ন নিয়ে ঢাকা ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল পৌনে ১২টা নাগাদ ঢাকা থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় মুশফিক বাহিনী। সেখান থেকে বিকাল সাড়ে ৩টে নাগাদ হায়দরাবাদের দিকে যাত্রা করবে টাইগাররা।
১৫ ক্রিকেটার ছাড়াও কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্য-সহ মোট ২৩ জনের বহর নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ। হায়দরাবাদে পা রাখার পর শুরু হবে সাকিব-তামিমদের অনুশীলন পর্ব। বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে জায়গা পাননি পেসার রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। চোটের জন্য বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন লিটন কুমার দাস। রাখা হয়েছে শফিউল ইসলামকে। এ ছাড়া নিউজিল্যান্ড সফরে গিয়ে চোটের কবলে পড়া বাংলাদেশ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং ইমরুল কায়েস ভারত সফর দিয়ে আবারও দলে ফিরলেন।
আরও পড়ুন: ভারত সফরে বাংলাদেশ দলে নেই মুস্তাফিজ
আগামী ৯ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দ্বিপাক্ষিক কোনও সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবেন মুশফিকরা। বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। ৫ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দু’টিতে ড্র করেছে ও ছ’টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy