কাউন্টিতে নেমেই নায়ক ফিজ।
তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন। মুস্তাফিজুর রহমান সম্পর্কে এখন এই কথাগুলিই বলছেন সাসেক্স সমর্থকরা।
ভিসা সমস্যায় দীর্ঘ টালবাহানার পর বুধবার সাসেক্স পৌঁছন ফিজ। দীর্ঘ জেটল্যাগ কাটিয়ে পর দিনই নেমে পড়েন কাউন্টিতে। আর নেমেই এসেক্সের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে দলকে জেতালেন তিনি। ২১ বলে ৪৫ করে ফিজের পাশাপাশি সাসেক্সকে জেতাতে সাহায্য করলেন ক্রিস জর্ডনও।
ফিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত সাসেক্স অধিনায়ক লুক রাইট বলেন, “ওঁকে এখানে আনতে আমাদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। আমাদের সেই পরিশ্রমের মর্যাদা রেখেছে মুস্তাফিজুর। দীর্ঘ বিমান যাত্রার পর মাঠে নেমেই এরকম পারফরম্যান্স ভাবাই যায় না।”
ক্রিস জর্ডন-রস টেলরদের দাপটে ২০ ওভারে ২০০ রন করে সাসেক্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল এসেক্স। এমনকী ১৫ ওভার পর্যন্ত সাসেক্সের চেয়ে রান রেটে এগিয়েই ছিল তারা। কিন্তু তার পরেই শুরু হয় মুস্তাফিজুর বিস্ফোরণ। প্রথমে ভয়ঙ্কর হয়ে ওঠা বোপারাকে ফেরান তিনি। এর পর ১৮তম ওভারে তিন বলের ব্যবধানে বোল্ড করেন ফস্টার এবং টেলরকে। দিনের শেষে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যান অব দ্য ম্যাচ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy