বিরাট কোহলী ও সুনীল গাওস্কর ফাইল চিত্র
বারবার লক্ষ্যের কাছে এসেও ফস্কে গিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আইসিসি-র প্রতিযোগিতা গুলিতে বারবার ব্যর্থ হয়েছে ভারত। ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে ক্রিকেটারদের মানসিকতার দিকে আঙুল তুলেছেন সুনীল গাওস্কর।
কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘‘মানসিক বাধাই বারবার সমস্যা তৈরি করছে। সেই কারণেই প্রতিবার তীরে এসে তরী ডুবে যাচ্ছে বিরাট কোহলীদের। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ব্যাপারটা একেবারে আলাদা।’’
আইসিসি-র বিভিন্ন প্রতিযোগিতায় ভাল খেলেও জিততে পারেনি ভারতীয় দল। ২০১৫ বিশ্বকাপের পর তিনটি প্রতিযোগিতায় সেমিফাইনালে শেষ করতে হয়েছে তাদের। ২০১৪-র টি২০ বিশ্বকাপ, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছেও হারতে হয়েছে ভারতীয় দলকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকেই কোহলীর দিকে আঙুল তুলছেন সমর্থকরা। তবে এই ধরনের সমালোচনার বিরুদ্ধে ভারত অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘আমাদের দলের দিকে আঙুল তোলার আগে অনেক গুলো কথা ভাবা দরকার। ইংল্যান্ডের পরিবেশের অনেকটা নিউজিল্যান্ডের মত ছিল। সেই কারণেই সফল হয়েছে কেন উইলিয়ামসনরা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy