এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে বরখাস্ত হলেন সুনীল ছেত্রীদের কোচ কার্লস কুয়াদ্রাট। ছবি: সোশ্যাল মিডিয়া
চলতি মরসুমে পারফর্ম্যান্স মোটেও বেঙ্গালুরু এফসি সুলভ নয়। এরমধ্যে গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হার। তাই ৯ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে বরখাস্ত হলেন সুনীল ছেত্রীদের কোচ কার্লস কুয়াদ্রাট। আপাতত দলের দায়িত্ব সমলাবেন সহকারী কোচ নৌশাদ মুসা।
৯ ম্যাচ খেলে ঝুলিতে মাত্র ১২ পয়েন্ট। সুনীল, ফ্রান গঞ্জালেজরা ৩’টি জয় পেলেও, ৩’টি হারের পাশাপাশি ৩’টি ম্যাচ ড্র করেছে বেঙ্গালুরু। ফলে একবারের আইএসএল জয়ী দলের হেডস্যারকে এবার চাকরি খোয়াতে হল। গত পাঁচ মরসুম দলের সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ কোচ। শুরুতে অ্যালবার্ট রোকার সহকারী হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। তারপর দলের পুরোপুরি দায়িত্ব নেন কার্লস কুয়াদ্রাট। তাঁর কোচিংয়ে সুনীলরা ২০১৬ সালের এএফসি কাপের ফাইনাল হারলেও এরপর ২০১৮ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু।
দলকে বিদায় জানানোর আগে বার্সেলোনা বি দলে খেলা এই লেফ্ট ব্যাক বলেছেন, ‘‘গত পাঁচ বছরে এই দলের সবাই আমাকে সাহায্য করেছে। সেইজন্য বেঙ্গালুরু এফসি আমার হৃদয়ে থাকবে।’’
আরও পড়ুন: আই লিগেও জৈব সুরক্ষা বলয়, কঠোর নিয়মের বেড়াজালে ফুটবলাররা
আরও পড়ুন: জাভির ফেরার দিকে তাকিয়ে হাবাস
For every magical night at the Fortress, for every time you pumped your fist in the air, for that third star above our badge and for so much more. #ThankYouCarles pic.twitter.com/2Q8DU9IfnD
— Bengaluru FC (@bengalurufc) January 6, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy