শেষ বার বিলেতের মাঠে ভারতের হয়ে ১৯ উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসনের সঙ্গে যুগ্ম ভাবে সিরিজ সেরা হয়েছিলেন ভুবনেশ্বর কুমার। এ বার চোটের জন্য ভুবি প্রথম ৩ টেস্টে দলের বাইরে। দেশের মাঠে ভারতের বিরুদ্ধে এটাই অ্যান্ডারসনের শেষ টেস্ট সিরিজ। আর ১০টি উইকেট পেলেই টেস্টে তাঁর উইকেট সংখ্যা ছোঁবে ৫৫০-এর ম্যাজিক ফিগারে।
ভারতের দুই উইকেটরক্ষকই গত দুই সিরিজে ছিলেন না। ঋষভ পন্থের প্রথম টেস্ট সিরিজ। দীনেশ কার্তিক শেষ বার ইংল্যান্ডের মাঠে টেস্ট খেলেছিলেন ২০০৭-এ। ৩ ম্যাচের সে সিরিজ ১-০-তে জেতে ভারত। ৬ ইনিংসে ২৬৩ রান করে কার্তিক ছিলেন দেশের সর্বোচ্চ স্কোরার। ইংল্যান্ডের মাঠে শেষ দুই সিরিজে ভারত হেরেছে। এই সফরে ভারতের অন্যতম কাণ্ডারী হতে পারেন কার্তিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy