তবে শুধু ধোনি একা নন, এ বারের আইপিএলে প্রতিটি দলেই রয়েছেন এমন অনেক ফিনিশার। এক ঝলকে দেখা নেওয়া যাক তেমনই কয়েক জনকে—
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ১৫:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
মহেন্দ্র সিংহ ধোনি। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, এক জন ফিনিশার হিসেবে বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সেরা নাম তিনি। আইপিএলেও নিজের নামের প্রতি সুবিচার করতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। তবে শুধু ধোনি একা নন, এ বারের আইপিএলে প্রতিটি দলেই রয়েছেন এমন অনেক ফিনিশার। এক ঝলকে দেখা নেওয়া যাক তেমনই কয়েক জনকে—
০২০৯
এমএস ধোনি: তিনি নিজের তুলনা নিজেই। ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনার ক্ষেত্রে সব সময়ই অনন্য মহেন্দ্র সিংহ ধোনি। এখনও পর্যন্ত ১৪৩টি আইপিএল ইনিংসে তাঁর মোট রান ৩৫৬১। স্ট্রাইক রেট ১৩৬.৭৫।
০৩০৯
এবি ডেভিলিয়ার্স: সীমিত ওভার বা টি২০ ম্যাচ— সব সময়ই ভয়ঙ্কর এবি। তা সে নিজের দেশ দক্ষিণ আফ্রিকা হোক বা আইপিএল। এ বার আরসিবি-র হয়ে মাঠে নামার আগে তাঁর ১১৮টি আইপিএল ইনিংসে রান ৩৪৭৩। স্ট্রাইক রেট ১৪৮.১৭। সেরা স্কোর ১৩৩।
০৪০৯
ডেভিড মিলার: দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি মিডলঅর্ডার ব্যাটসম্যানটি এ বার কিঙ্গস ইলেভেন পঞ্জাবের সেরা ফিনিশার হতেই পারেন। ৬৪টি আইপিএল ম্যাচে ১৪১.৪৫ স্ট্রাইক রেটে মোট রান ১৫৬৩। এর মধ্যে ২০১৩ সালে আরসিবির বিরুদ্ধে রয়েছে মাত্র ৩৮ বলে ১০১ রান।
০৫০৯
কিয়েরন পোলার্ড: বরাবারই মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা। এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারটি আইপিএল-এ এখনও পর্যন্ত ১১৩টি ম্যাচে ২৩৪৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৬.৫৩।
০৬০৯
আন্দ্রে রাসেল: অধিনায়ক দীনেশ কার্তিকের কেকেআর-এর অন্যতম ভরসা হতে চলেছেন এই ক্যারিবীয়। এখনও পর্যন্ত ২৫টি আইপিএল ইনিংসে স্ট্রাইক রেট ১৭৩-এ উপরে। তাঁর ব্যাট থেকে মোট রান এসেছে ৫৭৪।
০৭০৯
ইউসুফ পঠান: নিজের দিনে তাঁর মতো ভয়ঙ্কর ব্যাটসম্যান খুবই কম আছেন। সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটসম্যানটি এখনও পর্যন্ত ১৩৩টি আইপিএল ইনিংসে ২৯০৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৫.৪৯।
০৮০৯
গ্লেন ম্যাক্সওয়েল: ৫৬টা ম্যাচ খেলে মোট রান ১২২৮। স্ট্রাইক রেট ১৬৪.৩৯। পরিসংখ্যানই বলে দিচ্ছে আগের আইপিএলগুলোর মতোই এ বারও অন্যতম সেরা ফিনিশার হতেই পারেন গ্লেন।
০৯০৯
জোস বাটলার: ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে আইপিএলে অন্যতম সেরা ফিনিসার হিসেবে দেখা গিয়েছে মাঝেমধ্যেই। রাজস্থান রয়্যালসের হয়ে এ বার মাঠে নামতে দেখা যাবে বাটলারকে। ২৪ ম্যাচে মোট রান ৫২৭। স্ট্রাইক রেট ১৪৫.৯৮।