সুদীপ চট্টোপাধ্যায় ও অনুষ্টুপ মজুমদারদের বাংলার হয়ে খেলা নিয়ে জট কিছুতেই কাটছে না। বরং পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া শুক্রবার জানিয়েছেন, এই ব্যাপারে এখনও ভারতীয় বোর্ড অথবা রেলের পক্ষ থেকে কোনও নির্দেশ পায়নি সিএবি। অথচ এই মাসের মধ্যেই ১৫ জনের দল বাছতে হবে বাংলাকে।
গত বারও সুদীপ ও অনুষ্টুপকে ছাড়পত্র দিতে রাজি হয়নি রেল। একই সমস্যা হয়েছিল বাংলার ওপেনার বিবেক সিংহকে নিয়েও। শেষমেষ তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। এবং মরসুম জুড়ে ভাল পারফর্ম করেন প্রথম দু’জন। জাতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ভাল খেলেন বিবেক।
বাংলার পক্ষে দুঃসংবাদ, সুদীপ ও অনুষ্টুপ দু’জনেই এ বার রেলের সম্ভাব্য দলে রয়েছেন। শুক্রবার রেলের প্রাক্তন সহকারী কোচ সঞ্জীব সান্যাল সাফ জানিয়ে দিলেন, তাঁর হাতে আসা রেলের প্রাথমিক দলের তালিকায় রয়েছে এঁদের নাম। শোনা যাচ্ছে এ বার আর বাংলার দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়পত্র দেবে না রেলওয়েজ। রেল নাকি এ বার তাদের সম্ভাব্য তালিকার ক্রিকেটারদের অন্য রাজ্যের হয়ে খেলতে দেবে না।
রেলের প্রাথমিক দলের ব্যাপারে অবশ্য সিএবি-র কাছে এখনও কোনও খবর নেই। ৩০ অগস্টের মধ্যে প্রতি রাজ্যের ক্রিকেট সংস্থাকে ১৫ জনের দল জমা দিতে নির্দেশ দিয়েছে বোর্ড। অথচ শুক্রবার সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘রেলের প্রাথমিক দলে ওরা আছে কি না, তা না জেনে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। রেলের কাছে তাদের প্রাথমিক দলের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছিল বোর্ড। কিন্তু এখনও তালিকা পাঠানো হয়েছে কি না, তা জানি না আমরা। শনিবার সিএবি প্রেসিডেন্টের সঙ্গে এই ব্যাপারে আলোচনায় বসব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy