শিখর ধওয়ন ও তাঁর প্রিয় খাওয়ার মক ডাক টুইটার
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ‘মক ডাকে’ মজেছেন শিখর ধওয়ান, হার্দিক পাণ্ড্যরা। ২৮ জুন অবধি মুম্বইয়ে নিভৃতবাসে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড়-সহ গোটা দল। তার মধ্যেই সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ড্যদের প্রিয় এই খাবার চেখে দেখলেন অধিনায়ক ধওয়ন।
এই পদটি কীভাবে রান্না হয়? তা দেখাতে মুম্বইয়ের হেঁসেলে ঢুকে পড়ে ভিডিয়ো করে বিসিসিআই। টুইটারে সেই ভিডিয়োতে দেখা যায় এই খাবারের প্রেমে পড়েছেন ধওয়ানও।
মুম্বইয়ের হোটেলের শেফ রাকেশ কাম্বলে জানান তারা কতটা যত্ন করে এই পদ রান্না করছেন। আর কোন কোন ক্রিকেটার ‘মক ডাক’ খেতে পছন্দ করছেন। রাকেশ জানিয়েছেন, প্রথম থেকেই সঞ্জু স্যামসন এই খাবার পছন্দ করতেন। এরপর শিখর ধাওয়ান এর প্রেমে পড়েন। তাঁর কথা শুনে এই খাবার খেয়ে দারুণ পছন্দ হয় তাঁর। গত ৩-৪ দিন ধরে দুই তিন বার হার্দিক পাণ্ড্য ও ক্রুণাল পাণ্ড্য দুজনেই এই খাবার অর্ডার করছেন।
ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে গিয়ে ১৩ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে।
Yummy Video Alert 😋
— BCCI (@BCCI) June 27, 2021
The Sunday Food Fix! 🍲
Presenting Mock Duck - the veggie delight that's the current hot favourite of #TeamIndia 👨🍳 - by @ameyatilak#SLvIND pic.twitter.com/pWdzAfSHXb
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy