Advertisement
E-Paper

পহেলগাঁও কাণ্ডের তদন্ত, সীমান্তে কি আরও কড়া পদক্ষেপ। প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’। আর কী কী

গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, কাশ্মীরে এখনও ১৪ জন স্থানীয় জঙ্গি সক্রিয় রয়েছেন। তাঁদেরও খোঁজ চলছে। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০৭:৫৭
Share
Save

পহেলগাঁও কাণ্ডের তদন্ত, উত্তেজনা ভারত-পাক সম্পর্কে, সীমান্তে কি আরও কড়া পদক্ষেপ

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আহত এবং মৃতদের পরিবারের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্যসংগ্রহ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। পাশাপাশি, গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, কাশ্মীরে এখনও ১৪ জন স্থানীয় জঙ্গি সক্রিয় রয়েছেন। তাঁদেরও খোঁজ চলছে। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। দু’দেশই একে অন্যকে কূটনৈতিক ভাবে ‘আঘাত’ এবং ‘প্রত্যাঘাত’ করেছে। বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। ভারত সিন্ধু চুক্তি স্থগিত করতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। পহেলগাঁও হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

শেষ হচ্ছে মেয়াদ, অটারী হয়ে ভারত ছাড়ার কথা পাকিস্তানিদের

পহেলগাঁও কাণ্ডের জেরে পাকিস্তানিদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজ পর্যন্ত পাকিস্তানিদের ভিসার মেয়াদ রয়েছে। তার মধ্যে পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার জন্য বলা হয়েছে। যদিও দীর্ঘমেয়াদি ভিসা এবং চিকিৎসা সংক্রান্ত ভিসার ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়। চিকিৎসা সংক্রান্ত ভিসার মেয়াদ ফুরোতে আরও দু’দিন বাকি রয়েছে। পঞ্জাবের অমৃতসরে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে ইতিমধ্যে অনেক পাকিস্তানি ভারত ছেড়েছেন। সীমান্তের ও পার থেকেও ভারতীয়েরা দেশে ফিরে আসছেন ওই পথ ধরে। দু’দেশের ভিসা-সংঘাতের এই পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’, বার্তা দেবেন কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে

আজ ‘মন কী বাত’ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বেলা ১১টা নাগাদ সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর বেতার বার্তা। সাধারণত প্রতি মাসের শেষ রবিবার, মোদীর ‘মন কী বাত’ কর্মসূচি হয়। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন মোদী। ঘটনাচক্রে, এ বারের ‘মন কী বাত’ পর্ব এমন এক সময়ে সম্প্রচারিত হচ্ছে, যখন গোটা দেশে পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতের দাবিতে সরব। গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ২৬ জন নিরস্ত্রের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৫ জন পর্যটক। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে, হামলায় কয়েক জন স্থানীয় জঙ্গি থাকলেও বেশির ভাগই পাকিস্তান থেকে এসেছিল। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ কর্মসূচিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও বার্তা থাকে কি না, সে দিকে নজর থাকবে।

আইপিএলে জোড়া ম্যাচ, শেষ চারে ওঠার জমজমাট লড়াই

আইপিএলে আজ জোড়া ম্যাচ। প্লে-অফে ওঠার লড়াইয়ে দু’টি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচে লড়াই দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল মুম্বই। প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটিতে জেতা মুম্বই শেষ চারটি ম্যাচ জিতেছে। হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মাদের ন’ম্যাচে ১০ পয়েন্ট। ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসেরও সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট। মুম্বইয়ে দুই দলের খেলা বিকেল ৩:৩০ থেকে। এর পর সন্ধ্যা ৭:৩০ থেকে দিল্লি-বেঙ্গালুরু ম্যাচ। দুই দলেরই ১২ পয়েন্ট। তবে বিরাট কোহলিদের বেঙ্গালুরুর থেকে একটি ম্যাচ কম খেলেছে অক্ষর পটেল-কেএল রাহুলের লখনউ। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

জ্বালাপোড়া গরম থেকে কি স্বস্তি মিলবে, আজ থেকেই কি বৃষ্টি

শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলেছে দক্ষিণবঙ্গে। তবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্য জুড়ে আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তার জেরে আগামী কয়েক দিনে আবার তাপমাত্রা কমারও ইঙ্গিত মিলেছে। জ্বালাপোড়া গরম থেকে স্বস্তির সম্ভাবনা।

ড্র করলেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল, পারবে তারা?

আজই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে লিভারপুল। তাদের আর এক পয়েন্ট দরকার। লিভারপুলকে খেলতে হবে টটেনহ্যামের সঙ্গে। খেলা শুরু রাত ৯টা থেকে। তার আগে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা। বিপক্ষে বোর্নমাউথ। এই ম্যাচ সন্ধ্যা ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Pahalgam Terror Attack India-Pakistan Mann Ki Baat IPL Match Alipore Weather Office EPL

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।