শিখর ধওয়ন। —ফাইল চিত্র
গুরুগ্রামের পুলিশের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিলেন শিখর ধওয়ন। ভারতের কোভিড যুদ্ধে সামিল হলেন তিনিও। টুইট করে নিজেই জানালেন সেই কথা।
শুক্রবার গুরুগ্রাম পুলিশের টুইটারে দেখা যায় ধওয়নকে ধন্যবাদ জানাতে। সেই সঙ্গে পোস্ট করা হয় অক্সিজেন কনসেনট্রেটরের ছবিও। সেই টুইটটি ধওয়ন রিটুইট করে লেখেন, ‘আতিমারির এই পরিস্থিতিতে যারা আমাদের পাশে রয়েছে, তাদের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে। আমি সব সময় তৈরি সাহায্য করার জন্য। এই অতিমারির সময় থেকে বেরিয়ে উঠে দাঁড়াবে ভারত’।
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ভারতীয় ওপেনার। তাঁর দলের অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছিলেন। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে আইপিএল স্থগিত করে দেওয়া হয়। ৮ ম্যাচে ৩৮০ রান করে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন ধওয়ন।
Grateful to serve my people in this pandemic through this small token of help! Always ready to help my people and society to my best. India shall rise and shine against this pandemic! https://t.co/bHlq0eJvUv
— Shikhar Dhawan (@SDhawan25) May 14, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy