লিস্ট এ ক্রিকেটে রেকর্ড গড়লেন ঝাড়খণ্ডের নাদিম।
১০ রানে আট উইকেট! বিজয় হাজারে ট্রফিতে বৃহস্পতিবার রেকর্ড করলেন ঝাড়খণ্ডের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, লিস্ট এ ক্রিকেটের ইতিহাসেই এটা সর্বকালীন রেকর্ড।
নাদিম ভাঙলেন আর এক বাঁ-হাতি স্পিনার রাহুল সাংভির রেকর্ড। ১৯৯৭-৯৮ মরসুমে দিল্লির হয়ে নেমে উনাওতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে সাংভি ১৫ রানে নিয়েছিলেন আট উইকেট। দুই দশক পরে নাদিম সেটাকেই পেরিয়ে গেলেন। চেন্নাইয়ের মুরুগাপ্পায় ২০১৮-১৯ মরসুমে রাজস্থানের বিরুদ্ধে গড়লেন নয়া রেকর্ড। তাঁর বোলিং গড় ১০-৪-১০-৮।
এদিন নাদিম রাজস্থানের প্রথম আট উইকেটই নিলেন। একসময় মনে হচ্ছিল, হয়তো দশ উইকেট তিনিই নেবেন। কিন্তু তা হয়নি। আট উইকেটেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তবে তাঁর দাপটেই ২৮.৩ ওভারে মাত্র ৭৩ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস।
আরও পড়ুন: যে কারণগুলির জন্য পাকিস্তানকে দুরমুশ করল ভারত
আরও পড়ুন: ‘বিশ্বকাপের টিকিটটা এখনই নিশ্চিত করে ফেললেন কেদার!’
বিশ্বক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম আট উইকেট নিয়েছিলেন কিথ বয়েস। ১৯৭১ সালে তিনি ২৬ রানে নেন আট উইকেট। ১৯৮৭ সালে ডেরেক আন্ডারউড ৩১ রানে নেন আট উইকেট। পরের বছর মাইকেল হোল্ডিং ২১ রানে আট উইকেট নিয়ে বয়েসের রেকর্ড ভাঙেন। হোল্ডিংকে আবার পেরিয়ে গিয়েছিলেন সাংভি (৮-২১)। আর সাংভিকে টপকে গেলেন নাদিম।
এর মাঝখানে চামিন্ডা ভাসও নিয়েছিলেন আট উইকেট। তিনিই একমাত্র বোলার যিনি একদিনের আন্তর্জাতিকে আট উইকেট নিয়েছিলেন। ২০০১-০২ মরসুমে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯ রানে আট উইকেট নিয়েছিলেন তিনি।
(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy