বন্ধুদের কাঁধে চেপে এভাবেই বাড়ি ফিরলেন সরফরাজ খান।
যুব বিশ্বকাপে সর্বোচ্চ হাফ সেঞ্চুরি করে রেকর্ডের খাতায় নাম লিখিয়ে ফেললেন সরফরাজ খান। এর আগে দ্রুততম হাফসেঞ্চুরি করে রেকর্ড করে ফেলেছিলেন ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন হতে না পারলেও ভারতীয় শিবিরের পাওনা হয়তো এই দুটো রেকর্ডই। ফাইনালের দিন কঠিন সময়েও তাঁর ব্যাট থেকে এসেছিল হাফ সেঞ্চুরি। আর তার সঙ্গেই করে ফেলেছিলেন সপ্তম ৫০ রানটি। এই রেকর্ডের সঙ্গেই সরফরাজ ছাপিয়ে গেলেন যুব বিশ্বকাপে ছ’টি হাফ সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রেথওয়েটকে ছাপিয়ে গেলেন। ১৮ বছরের সরফরাজ এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। ১২ ম্যাচে সরফরাজ করেছেন ৫৬ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ও শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ইওন মর্গ্যান।
এদিকে, যুব বিশ্বকাপে রানার্স হয়েই থামতে হয়েছে ভারতকে। কিন্তু দেশে ফিরে বিজয়ীরই সম্মান পাচ্ছে পুরো দল। সব থেকে বেশি টানাটানি এখন সরফরাজ খানকে নিয়ে। কেউ চাইছেন সেলফি, কেউ আবার দেখা করতে আসছেন বন্ধুর সঙ্গে। প্রতিবেশিরাও উচ্ছ্বসিত তাঁদের ঘরের ছেলেকে নিয়ে। যুব বিশ্বকাপে যখন দলের সেরা ব্যাটসম্যানরা ভরসা দিতে পারেননি তখনই ব্যাট হাতে ভারতকে ভরসা দিয়েছিলেন এই সরফরাজ খান। সোমবারই দেশে ফিরেছে দল। তাঁকে ঘিরে এই উচ্ছ্বাসে ফাইনালে হারের কথা ভুলিয়ে দিয়েছে সরফরাজের।
আরও খবর
টি২০ বিশ্বকাপের আগে কলকাতায় খেলবে ভারত
যুব বিশ্বকাপ অতীত, প্রস্তুতি শুরু এশিয়া কাপের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy