Advertisement
০২ নভেম্বর ২০২৪
New Zealand tour of India 2024

মুম্বই টেস্টে নির্ধারিত সময়ের চার মিনিট আগেই মধ্যাহ্নভোজ, কেন বন্ধ হল খেলা?

Shubman Gill

শুভমন গিল। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১১:৩৮
Share: Save:

নির্ধারিত সময়ের আগেই শনিবার মধ্যাহ্নভোজে চলে গেল ভারত-নিউ জ়িল্যান্ড। স্পাই ক্যামেরায় সমস্যা হয়। তখন মধ্যাহ্নভোজে যেতে চার মিনিট বাকি। আম্পায়ারেরা আর সমস্যা মেটার অপেক্ষা করেননি। তাঁরা মধ্যাহ্নভোজের ঘোষণা করে দেন।

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-নিউ জ়িল্যান্ড তৃতীয় টেস্ট। শনিবার টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টা থেকে। মধ্যাহ্নভোজ হওয়ার কথা ছিল সাড়ে ১১টায়। নিয়ম অনুযায়ী যদি ১ মিনিটও বাকি থাকে তাহলেও ওভার শুরু করার কথা। কিন্তু শনিবার চার মিনিট বাকি থাকতেও আম্পায়ারেরা মধ্যাহ্নভোজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। স্পাই ক্যামেরার সমস্যা না মিটলে খেলা শুরু করা সম্ভব হত না। সেটা বুঝেই নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্নভোজের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। খেলা শুরুও করেন নির্ধারিত সময়ের চার মিনিট আগে।

শনিবার সকালে প্রথম সেশনে ২৪ ওভার খেলা হয়েছে। ভারত ঋষভ পন্থের উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছে। দিনের প্রথম বলেই চার মারেন পন্থ। পাল্টা আক্রমণে নিউ জ়িল্যান্ডের বোলারদের লাইন, লেংথ ঘেঁটে দেওয়ার পরিকল্পনা ছিল ভারতের। তাতে কিছুটা সফল শুভমন গিলেরা। তিনি অপরাজিত রয়েছেন ৭০ রানে। পন্থ ৬০ রান করে আউট হয়ে যান। তাঁরা দু'জনেই সহজ ক্যাচ দিয়েছিলেন গ্লেন ফিলিপ্সের বলে। কিন্তু সেই ক্যাচ ধরতে পারেননি কিউয়ি ফিল্ডারেরা।

Spy Camera

ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচে সমস্যা স্পাই ক্যামেরায়। ছবি: সংগৃহীত।

প্রথম ইনিংসে ইনিংসে নিউ জ়িল্যান্ড ২৩৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষ বেলায় চার উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছিল। শেষ ৮ বলে তিন উইকেট হারায় তারা। সেই চাপ শনিবার সকালে কিছুটা কাটিয়ে ফেলেছেন শুভমনেরা। যদিও নিউ জ়িল্যান্ডের থেকে এখনও ৪০ রানে পিছিয়ে ভারত। সেই রান টপকে বড় রানের লিড নিতে হলে ভারতীয় ব্যাটারদের অনেকটাই দায়িত্ব নিয়ে খেলতে হবে। যা শুক্রবার দেখা যায়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE