সঞ্জয় সেন। ছবি: সংগৃহীত।
পর পর দু’ম্যাচ ড্র। যার ফল সঞ্জয় সেনের মতো শান্ত কোচেরও ক্ষোভ বেরিয়ে এল সংবাদ মাধ্যমের সামনে। একের পর এক সুযোগ মিস করে পয়েন্ট নষ্ট করার জন্য দায়ী করলেন দলের ফুটবলারদের।
মঙ্গলবার ম্যাচ শেষে সঞ্জয় বলেন, “চার চারটি সিটার যে দল মিস করে, তাদের জেতার কোনও অধিকার নেই। সুযোগ তৈরি হলেও সেই সুযোগগুলোকে কাজে লাগাতে ব্যার্থ হয়েছে আমাদের ছেলেরা।” তাঁর দলের খেলায় ধারাবাহিকতারও যে অভাব রয়েছে সেটাও এ দিন মেনে নেন বাগান কোচ।
কম বিদেশিতেই কি আটকে যাওয়া?
তেমনটা ভাবছেন না সঞ্জয়। বলেন, “নেরোকা পাঁচ বিদেশি নিয়ে খেলে কী ফল করল। বিদেশিরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তবে কাউকে না পাওয়া গেলে দল জিততে পারবে না এমনটা নয়।”
আরও পড়ুন: ঘরের মাঠে ফের পয়েন্ট নষ্ট বাগানের
আরও পড়ুন: গোলের খোঁজে নর্থ-ইস্ট, জিততে মরিয়া মুম্বই সিটি
যে সনি গতকাল বলেছিলেন তিনি পুরোপুরি ফিট নন, খুব বেশি হলে ২০-৩০ মিনিট খেলার মত জায়গায় রয়েছেন, সেই সনিকেই এ দিন ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত মাঠে রেখে দিলেন মোহন কোচ। পরে চোট পেয়ে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সনি। তা নিয়ে কোচের মন্তব্য, “সনি নিজেই খেলতে চেয়েছিল। আমি ওকে ‘না’ করেছিলাম। কিন্তু ওই চেয়েছিল খেলতে। ও দলের অধিনায়ক!”
অন্যদিকে, সঞ্জয়ের চিন্তা বাড়িয়ে স্টেডিয়াম ছাড়ার আগে মোহনবাগান মাঝমাঠে সনির জুটি ক্রোমা বলে যান তিনি এখনও ফিট নন। চোট আগের মতই রয়েছে। দলের পারফরম্যান্স নিয়েও এ দিন বিব্রত দেখাল এই লাইবেরিয়ানকে। তিনি বলেন, “এগুলো খেলারই অংশ। মেনে নিতে হবে। পরের ম্যাচ থেকে ঘুড়ে দাঁড়ানোর লড়াই চালাতে হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy