এ ভাবেই সামলালেন বোলারদের। কোটলায় আমলার ডিফেন্স। রবিবার পিটিআইয়ের তোলা ছবি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৩৩৪ ও ২৬৭-৪(ডিক্লেয়ার্ড)
দক্ষিণ আফ্রিকা: ১২১ ও ৭২-২
ব্রাউনওয়াশের লজ্জা এড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কোহলির দল সিরিজ পকেটস্থ করলেও এক নম্বর টেস্ট দলের জমাটি রক্ষণ ভেদ করা ক্রমশ অসাধ্য হয়ে পড়ছে। কোটলার মাঠে সিরিজের সেরা খেলাটা বোধহয় খেলতে শুরু করেছেন হাশিম আমলা-সহ প্রোটিয়া ব্যাটসম্যানেরা। রান তাড়া করে সিরিজে ২-১ করার স্বপ্ন এখনও বহু দূরে। কিন্তু, প্রোটিয়ারা যে ভাবে মাটি কামড়ে পড়ে রয়েছেন, তাতে চতুর্থ দিনের শেষে কপালে বিরাট ভাজ কোহলির।
পঞ্চম ভারতীয় হিসেবে রাহানে দু’ইনিংসে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়লেও শেষবেলায় বোধহয় লাইমলাইট কাড়তে চলেছেন আমলা। রবিবাসরীয় জয়ের গন্ধে যাঁরা মাঠে এসেছিলেন, তাঁদের নিরাশ করে এ দিন ১১৩ বলে ৬ রান করামাত্রই আরও একটি রেকর্ড করলেন তিনি। অস্ট্রেলিয়ার কার্ল রেকমান ১০২ বলে ৯ রান করেছিলেন। এ দিন সে রেকর্ড ভাঙলেন আমলা। ২০৭ রানে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে এখন ভারতের ব্রাউনওয়াশের স্বপ্নে আপাতত দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন তিনি। টেস্টের ইতিহাসে সবচেয়ে শ্লথ ইনিংসের কারিগর হিসাবেও রেকর্ড বইতে নিজের নাম তুললেন তিনি। অন্য দিকে, ৯১ বল খেলে ১১ রানে অপরাজিত আছেন এবি ডে’ভিলিয়ার্স। পঞ্চম তথা শেষ দিনের প্রথম ঘণ্টায় এই জুটিকে না ফেরাতে পারলে কোহলিদের কিন্তু জয় নিয়ে নিরাশা জুটতে পারে।
পড়ুন: • শাস্ত্রীয় প্রেসক্রিপশনের ভারত আরও নির্মম জয়ের লক্ষ্যে
• টিকে থাকার যুদ্ধে আমলার বিশ্বরেকর্ড
এ দিন ভারতের প্রথম ইনিংসের শুরুতেই ফিরে যান কোহলি। কিন্তু তারকা হয়ে উঠলেন অজিঙ্কে রাহানে। দেশের মাটিতে সেঞ্চুরির খরা কাটিয়ে ছিলেন প্রথম ইনিংসেই। এ বার দ্বিতীয়তেও ফের শতরান করে রেকর্ড বইতে নাম ওঠালেন রাহানে। এর আগে ক্যাপ্টেন কোহলির সঙ্গে সেরে ফেলেছেন চলতি টেস্ট সিরিজের একমাত্র সেঞ্চুরি পার্টনারশিপ। যদিও মাত্র ১২ রানের জন্য ব্যক্তিগত শতরান মিস করলেন কোহলি। কিন্তু, সিরিজ ৩-০ করার যথেষ্ট উপকরণ রেখেই মাঠ ছাড়েন তিনি। লাঞ্চের আগে দান ছাড়ার আগে ভারতের দলীয় স্কোর ছিল ২৬৭-৫। এ বার সিরিজ ব্রাউনওয়াশ করার জন্য দক্ষিণ আফ্রিকাকে ৪৮১ রানের কমে আউট করলেই হবে।
এত দিন রাহানের বিরুদ্ধে অনুযোগ ছিল, বিদেশের মাটিতে রান পেলেও দেশের মাটিতে বড় রান পান না তিনি। কোটলায় সেই সমালোচনাকে উড়িয়ে তো দিলেনই, একই সঙ্গে নিজের ষষ্ঠ শতরান করে দেশের এলিট ক্রিকেটার পাশে জায়গা করে নিলেন রাহানে। বিজয় হাজারে, সানি গাওস্কর, রাহুল দ্রাবিড়, এবং ক্যাপ্টেন কোহলির পর রাহানেই হলেন সেই ক্রিকেটার যিনি একই টেস্টের দু’ইনিংসেই সেঞ্চুরি করেছেন। সানি গাওস্কর যে কীর্তি গড়েছিলেন তিন বার, সেই তিনি এ দিন রাহানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কী ভাবে টেস্টে ইনিংস গড়তে হয়, তা-ই করে দেখিয়েছেন রাহানে।
তবে ব্যক্তিগত কীর্তি ছাপিয়ে টিম কোহলির প্রচেষ্টাই বড় হয়ে চলেছে আগামি সোমবার। প্রোটিয়াদের ধরাশায়ী করে দেশের মাটিতে ৩-০ করার এমন সুযোগ বোধহয় আর পাবে না ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy