Advertisement
০৫ নভেম্বর ২০২৪

প্রত্যাবর্তনের রাতে মাঠের বাইরেও বিস্ফোরক রোনাল্ডো

ইউরো চ্যাম্পিয়ন হওয়ার বাষট্টি দিন পর ফিরে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বিস্ফোরণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। হাঁটুর চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে শনিবার ছ’মিনিটেই লা লিগায় গোল করার পর সিআর সেভেনের গরগরে রাগ আছড়ে পড়ল বার্সেলোনার প্রাক্তন তারকা জাভি হার্নান্দেজের উপর।

পর্তুগিজ সুন্দরীদের সঙ্গে অবশ্য অন্য মেজাজে। ছবি: টুইটার

পর্তুগিজ সুন্দরীদের সঙ্গে অবশ্য অন্য মেজাজে। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৫
Share: Save:

ইউরো চ্যাম্পিয়ন হওয়ার বাষট্টি দিন পর ফিরে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বিস্ফোরণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

হাঁটুর চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে শনিবার ছ’মিনিটেই লা লিগায় গোল করার পর সিআর সেভেনের গরগরে রাগ আছড়ে পড়ল বার্সেলোনার প্রাক্তন তারকা জাভি হার্নান্দেজের উপর। চার দিন আগে জাভির একটা মন্তব্য নিয়ে।

কী এমন বলেছিলেন জাভি?

‘‘ফুটবল খেলে আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে উচুঁ দরের ফুটবলার মানে না এমন কেউ থাকলে তাকে বোকা বলতে হবে। তবে রোনাল্ডোর কপাল খারাপ যে ওকে মেসির জমানায় খেলতে হচ্ছে।’’ স্প্যানিশ রেডিওয় বলেছিলেন জাভি।

যার পাল্টা জবাব দেওয়ার জন্য রোনাল্ডো হয়তো সুযোগ খুঁজছিলেন। ওসাসুনাকে ৫-২ রিয়াল উড়িয়ে দেওয়ার পর সেটা পেয়ে জাভিকে তুলোধোনা করেন সিআর সেভেন। ‘‘ইন্টারনেটে সবচেয়ে বেশি যে প্লেয়ারকে নিয়ে খোঁজখবর হয় সেটা আমি। জাভি কী বলল তাতে কী আসে যায়? ও কোথায় খেলে? কাতার না কোথায় যেন, আমি জানি না। ও সব ট্রফি জিতেছে কিন্তু জীবনে ব্যালন ডি’অর পেয়েছে জাভি? আমার তিনটে রয়েছে। যারা প্রচারের আলোয় আসতে চায় তারাই আমায় নিয়ে কথা বলে।’’

আগামী জানুয়ারিতে যে ব্যালন ডি’অরের সংখ্যাটা চার নম্বর হওয়ার সম্ভাবনা প্রবল। মেসি বনাম রোনাল্ডোর রেষারেষিতে পাল্লাটা এখন কিছুটা হলেও সিআর সেভেনের দিকে ভারি। বিশেষ করে রোনাল্ডো রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ আর পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করার পর। তাই সিআর সেভেন ২০১০ বিশ্বকাপ, চার বারের চ্যাম্পিয়ন্স লিগ, দু’বার ইউরো কাপ জয়ী জাভিকেও জবাব দেওয়ার এত ভাল সুযোগ বোধহয় ছাড়তে চাননি। তা সে চার দিন পরে হলেও।

তার উপর শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করতে পারে রিয়াল। তার আগে ক্লাবকে কৌশলে কিছুটা চাপে রাখার কাজটাও সেরে রেখেছেন ৩১ বছর বয়সি পর্তুগিজ মহাতারকা, ‘‘আমি যদি রিয়াল প্রেসিডেন্ট হতাম আর আমার দলে যদি আমার মতো প্লেয়ার থাকত তা হলে কমপক্ষে দশ বছরের চুক্তি করতাম। তবে সব কিছুই পরিকল্পনা মতো চলছে। আমি বা রিয়াল প্রেসিডেন্ট কারও কোনও সমস্যা নেই।’’ সঙ্গে সিআর সেভেন আবার রিয়ালে কেরিয়ার শেষ করার ইচ্ছের কথাটাও বলেন। ‘‘রিয়াল মাদ্রিদে কেরিয়ার শেষ করার থেকে আমায় রোখার মতো কিছু দেখছি না। আগেও বলেছি, রিয়ালে আমি দীর্ঘদিন থাকতে চাই। কারণ, রিয়াল বিশ্বের সবচেয়ে বড় ক্লাব আর এই ক্লাবে সেরা প্লেয়ারদেরই মানায়।’’

তবে রোনাল্ডো যাই বলুন মেসির ভক্তকূলও কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাল্টা দিতে ছাড়েনি। তাদের বক্তব্য, ‘‘ব্যালন ডি’অরই যদি সেরা প্লেয়ারের মাপকাঠি হয় তা হলে রোনাল্ডো তো পারতপক্ষে জাভির কথাই মেনে নিলেন। কেন না, রোনাল্ডোর যা তিনটে আছে মেসির আছে পাঁচটা।’’

শনিবার যদিও রোনাল্ডোকে পুরো সময় মাঠে দেখা যায়নি। ঘণ্টাখানেক পরই কোচ জিনেদিন জিদান তাঁকে তুলে নেন। তা নিয়ে অবশ্য ভক্তদের আশঙ্কার কিছু নেই। রোনাল্ডো বলেছেন, ‘‘আমি তো বিশ্রাম নিয়েই ফিরলাম মাঠে। এখন শুধু খেলা ছাড়া আর কিছু মাথায় নেই। আমি পুরোপুরি ফিট। ৯০ মিনিটও মাঠে খেলতে পারতাম। তবে আজ একটু সতর্ক ছিলাম মাঠে নামার পর। চোট থেকে ফিরে যেটা স্বাভাবিক।’’

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Xavi Hernandez
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE