ইউনিস খানকে ফেরানোর পরে পাঠান। —ফাইল চিত্র।
টেস্টের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিলেন ইরফান পাঠান।
টেস্ট ক্রিকেটে অনেকেই হ্যাটট্রিক করেছেন। পাঠান ছাড়াও ভারতের হরভজন সিংহ ও যশপ্রীত বুমরার টেস্টে হ্যাটট্রিক রয়েছে। কিন্তু, টেস্ট ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক পাঠানের আগে কেউ করেননি। বাঁ হাতি অলরাউন্ডারের সেই রেকর্ড আজও অক্ষতই রয়েছে।
পাঠানের অবসর গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই ২০০৬ সালের সেই পাক সফরে দুরন্ত হ্যাটট্রিকের প্রসঙ্গ তুলে ধরেছেন রোহিত শর্মা। টুইট করে ‘হিটম্যান’ বলেছেন, “হ্যাপি রিটায়ারমেন্ট। যথেষ্ট প্যাশন ও সাহস নিয়েই তুমি ক্রিকেট খেলেছো। টেস্ট ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক নেই কারও। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভেচ্ছা রইল।”
২০০৬ সালের পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। করাচিতে অনুষ্ঠিত টেস্টে পাঠানের রামধনুর মতো বাঁকানো সুইংয়ের মোকাবিলা করতে না পেরে সলমন বাট, ইউনিস খান ও মহম্মদ ইউসুফ প্যাভিলিয়নে ফিরে যান। পাঠানের সেই হ্যাটট্রিক আজও ভুলতে পারেনি ক্রিকেটবিশ্ব।
আরও পড়ুন: বুমরার প্রত্যাবর্তন, দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
Happy retirement @IrfanPathan you played this game with lot of passion and courage. No one has hat-trick in the first over of the test match 👏Best wishes for your next chapter
— Rohit Sharma (@ImRo45) January 5, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy