Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Vande Bharat Express

উত্তরপূর্বে বন্দে ভারতের ট্রায়াল রান শুরু, দার্জিলিং থেকে গুয়াহাটি যাওয়া যাবে কত ক্ষণে?

রবিবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ এনজেপি স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে ট্রায়াল রান শুরু করে বন্দে ভারত। তা দেখতে ভিড় জমান অনেকে।

Trial run of Vande Bharat Express from New Jalpaiguri to Guwahati station starts

উত্তরপূর্বে বন্দে ভারতের ট্রায়াল রান শুরু। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৫:২৮
Share: Save:

উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারতের ট্রায়াল রান শুরু হল। রবিবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে গুয়াহাটির উদ্দেশে ট্রায়াল রান শুরু করল এনজিপি-গুয়াহাটি বন্দে ভারত। কবে ওই এক্সপ্রেসের যাত্রা শুরু হবে তা-ও জানিয়ে দিয়েছে রেল।

রবিবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ এনজেপি স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে ট্রায়াল রান শুরু করে বন্দে ভারত। রেল সূত্রে জানা গিয়েছে সোমবার বাদে সপ্তাহে ৬ দিনই চলবে ওই এক্সপ্রেসটি। রেল সূত্রে খবর, আগামী ২৫ মে থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হবে। রবিবার সকালে বন্দে ভারতের ট্রায়াল রান দেখতে ভিড় জমান অনেকেই।

কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ারয়ার বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য নির্ধারিত সময়ের মধ্যে গুয়াহাটি পৌঁছনো। কাজেই নির্দিষ্ট সময়ে ট্রায়াল রান শুরু হয়েছে। কোথায় এক্সপ্রেসের গতি কেমন থাকবে তা মেপে দেখা হবে। উত্তরপূর্ব ভারতের জন্য এটা প্রথম বন্দে ভারত। আগামী ২৫ মে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হবে। এটা পর্যটনে অন্য দিশা দেখাবে। যাঁরা গ্যাংটক বা দার্জিলিং ঘুরতে যাবেন তাঁরা চাইলে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে গুয়াহাটি পৌঁছে যেতে পারবেন।’’

অন্য বিষয়গুলি:

Vande Bharat Express North East India New Jalpaiguri guahati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy