Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Battlefield Tourism

যুদ্ধ পর্যটনে উৎসাহ দিতে ভারত রণভূমি দর্শন! কার্গিল, গালওয়ানে গিয়ে জানা যাবে সেনার বীরগাথা

সেনার এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘সেই পবিত্র স্থানগুলি দর্শন করুন যেখানে আমাদের বীর সেনারা মাতৃভূমির জন্য লড়াই করেছিলেন।’’ প্রাথমিক ভাবে ৭৭৮টি যুদ্ধক্ষেত্রকে পর্যটনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

Now Galwan, Kargil, Siachen! India is opening battlefields as tourist spots

বুধবার সেনা দিবসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২০:৫১
Share: Save:

এত দিন পর্যন্ত সাধারণ পর্যটকদের জন্য কার্যত নিষিদ্ধ ছিল ওই এলাকাগুলি। দেশের সীমান্তবর্তী ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রগুলিকে এ বার পর্যটনক্ষেত্র হিসাবে গড়ে তুলতে সক্রিয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এই উদ্দেশ্যে বুধবার সেনা দিবসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ‘ভারত রণভূমি দর্শন’ নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেছেন।

আশির দশকে সিয়াচেন হিমাবাহ, নব্বইয়ের দশকে কার্গিল কিংবা হালফিলে লাদাখের গালওয়ান উপত্যকায় আগ্রাসী শত্রুসেনার বিরুদ্ধে ভারতীয় সেনা যে বীরত্বের সাক্ষ্য রেখেছিল, তা দেশের মানুষকে জানার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ভারতীয় সেনার এক্স পোস্টে ভ্রমণার্থীদের উদ্দেশে আহ্বান— ‘‘সেই পবিত্র স্থানগুলি দর্শন করুন যেখানে আমাদের বীর সেনারা মাতৃভূমির জন্য লড়াই করেছিলেন।’’ প্রাথমিক ভাবে ৭৭৮টি যুদ্ধক্ষেত্রকে পর্যটনের জন্য উন্মুক্ত করার কথা জানানো হয়েছে সেনার তরফে।

মহাভারতের কুরুক্ষেত্র (বর্তমানে যা হরিয়ানায়) পর্যটকদের পাশাপাশি তীর্থযাত্রীদেরও যুগ যুগ ধরে আকর্ষণ করে এসেছে। মোগল সম্রাট আকবর এবং রানা প্রতাপের ঐতিহাসিক হলদিঘাটি যুদ্ধক্ষেত্রে বহু ধরেই পর্যটনস্থল হিসাবে জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে রয়েছে। নব্বইয়ের দশকে বলিউডের ছবি ‘বর্ডার’ জয়সলমেরের মরুভূমিতে ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে রক্তসিক্ত লঙ্গেয়ালাকে পর্যটনক্ষেত্র হিসেবে জনপ্রিয় করে তুলেছিল। সেখানে গড়ে তোলা হয়েছে ‘ওয়ার মেমোরিয়াল’। এ বার কি টলোলিং, টাইগার হিল, সালতারো রিজ়, পিপি-১৪-র পালা?

অন্য বিষয়গুলি:

Rajnath Singh defence minister Galwan Kargil Siachen Tourist Spots Highest Battlefield Indian Army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy