Advertisement
২২ জানুয়ারি ২০২৫
IPL 2023

৫ ক্রিকেটার: পরের বছর যাঁদের ছেড়ে দিতে পারে কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ একাধিক বিদেশি ক্রিকেটারের হতাশাজনক পারফরম্যান্স। অতীত সাফল্য দেখে তাঁদের দলে ধরে রাখলে ভাল ফল হওয়া কঠিন।

picture of Andre Russell

রাসেল-সহ কেকেআরের একাধিক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৪:৪৪
Share: Save:

লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে শনিবার শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল অভিযান। শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে কেকেআর কর্তৃপক্ষ এ বছর অধিনায়ক করেছিলেন নীতীশ রানাকে। দিল্লির অলরাউন্ডারের নেতৃত্বে লিগ পর্বের ১৪টি ম্যাচের ছ’টিতে জয় পেয়েছে কেকেআর।

এ বার প্রতিযোগিতার শুরু থেকে একাধিক সমস্যায় ভুগেছে কেকেআর। প্রথম একাদশ এবং ওপেনিং জুটি বেছে নিতে পারেননি নাইটরা। ধারাবাহিকতার অভাবও ভুগিয়েছে তাঁদের। একাধিক ক্রিকেটারের ছন্দে না থাকা এবং ধারাবাহিকতার অভাব প্রভাব ফেলেছে দলের পারফরম্যান্সে। আগামী বছর ভাল ফল করতে চাইলে কেকেআর কর্তৃপক্ষকে দলে কিছু পরিবর্তন করতে হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পারফরম্যান্সের ভিত্তিতে বেশ কয়েক জন ক্রিকেটারকে ২০২৪ সালের আইপিএলে বেগনি জার্সিতে না-ও দেখা যেতে পারে। তেমনই পাঁচ জনকে বেছে নিয়েছে আনন্দবাজার অনলাইন।

সুনীল নারাইন: ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার অতীতে কেকেআরকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নারাইনের বলের ধার কমেছে। এ বারের আইপিএলে নারাইন ১৪টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ১১টি। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৯৭ রান। তাঁর বল খেলতে ব্যাটাররা তেমন সমস্যায় পড়েননি। প্রতিটি উইকেট নিতে নারাইন খরচ করেছেন ৩৪.৮১ রান। প্রতি ২৬.১৮ বলে একটি উইকেট পেয়েছেন। অর্থাৎ, টি-টোয়েন্টি ক্রিকেটের নির্ধারিত প্রতি ৪ ওভার বা ২৪ বলে তিনি কোনও উইকেট নিতে পারেননি।

ব্যাট হাতেও আগের মতো পারফরম্যান্স করতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। এ বারের আইপিএলে করেছেন মাত্র ২১ রান। সর্বোচ্চ অপরাজিত ৭। গড় ৩। স্ট্রাইক রেট ৮৪। ফিল্ডার নারাইনও সহজ ক্যাচ ফেলেছেন। শেষ দু’টি ম্যাচ ছাড়া দলকে কোনও ভরসাই দিতে পারেননি কেকেআরের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার। কেকেআর তাঁর উপর গোটা প্রতিযোগিতায় আস্থা রাখলেও ৩৪ বছরের ক্রিকেটার শুধু হতাশই করেছেন। আগামী বছর তাঁকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স।

আন্দ্রে রাসেল: ওয়েস্ট ইন্ডিজের আর এক অলরাউন্ডার রাসেলও এখন অতীতের ছায়া। ১৪টি ম্যাচ খেললেও বলার মতো তেমন পারফরম্যান্স নেই তাঁরও। ব্যাট হাতে ২০.৬৪ গড়ে করেছেন ২২৭ রান। সর্বোচ্চ ৪২। স্ট্রাইক রেট ১৪৫.৫১। কয়েকটি বড় শট নিলেও ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠতে পারেননি ৩৫ বছরের ক্যারিবিয়ান। বয়সের ছাপ পড়েছে রাসেলের ক্রিকেটেও। বল হাতেও সাফল্য নেই। তাই নীতীশও বোলার রাসেলকে খুব বেশি ব্যবহার করার ঝুঁকি নেননি। ১৪টি ম্যাচে পেয়েছেন ৭টি উইকেট। ওভারপ্রতি রান খরচ করেছেন ১১.৩৪। ১টি উইকেট নিতে খরচ করেছেন ১৩ রান। প্রতি ২৪.৫৭টি বলে ১টি উইকেট পেয়েছেন। অর্থাৎ, তিনিও টি-টোয়েন্টি ক্রিকেটের নির্দিষ্ট ৪ ওভার বা ২৪ বলে উইকেট নিতে পারেননি। গোটা প্রতিযোগিতায় তিনি বল করেছেন মাত্র ১৫.১ ওভার। কেকেআরের আগামী বছরের দল থেকে যেতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডারও।

টিম সাউদি: নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলারও নজর কাড়তে ব্যর্থ। তিনি দু’টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তেমন কিছু করতে পারেননি। ৬ ওভার বল করে নিয়েছেন ২টি উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ১৩.১৬ রান। প্রতি ১৮ বলে ১টি উইকেট নিলেও প্রতিটি উইকেটের জন্য সাউদি খরচ করেছেন ৩৯.৫০ রান। ৩৪ বছরের কিউয়ি ক্রিকেটার এখন নিউ জ়িল্যান্ডের জাতীয় দলেও নিয়মিত নন। যে ভরসা নিয়ে তাঁকে নিলামে কিনেছিলেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ, তার মর্যাদা দিতে ব্যর্থ সাউদি। আগামী বছর তাঁকেও বাদ দিতে পারে কলকাতা।

লকি ফার্গুসন: নিউ জ়িল্যান্ডের এই জোরে বোলারও নিজের দক্ষতার প্রতি সুবিচার করতে পারেননি আইপিএলে। কেকেআরের হয়ে ৩টি ম্যাচ খেলে পেয়েছেন মাত্র ১টি উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ১২.৫২। ১টি উইকেট নেওয়ার জন্য ফার্গুসন খরচ করেছেন ৯৬ রান। প্রতি ৪৬টি বলে একটি উইকেট নিয়েছেন। সাউদির মতো ফার্গুসনও কেকেআরকে একটুও ভরসা দিতে পারেননি। এই পরিসংখ্যানের পরেও কেকেআর ৩১ বছরের কিউয়ি জোরে বোলারকে আগামী বছরের দলে রাখলে বিস্মিত হতে হবে।

মনদীপ সিংহ: ৩২ বছরের ব্যাটারকে অনেক আশা নিয়ে দলে নিয়েছিলেন কেকেআর কর্তৃপক্ষ। অথচ মনদীপ শুধু হতাশ করেছেন ক্রিকেটপ্রেমীদের। ৩টি ম্যাচ খেলে ১৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১২। স্ট্রাইক রেট ৮৭.৫০। যা একদমই টি-টোয়েন্টি ক্রিকেটসুলভ নয়। আইপিএলে মনদীপের রেকর্ড অবশ্য অতীতেও ভাল ছিল না। ২০২২ সালে ৩টি ম্যাচে করেছিলেন ১৮ রান। ২০২১ সালে ১টি ম্যাচ খেলে করেছিলেন ১৫ রান। ২০২০ সালে ৭টি ম্যাচে করেছিলেন ১৩০ রান। ২০১৯ সালে ১৩টি ম্যাচে করেছিলেন ১৬৫ রান। এখনও পর্যন্ত আইপিএলে ১১১টি ম্যাচ খেলে মনদীপ করেছেন ১৭০৬ রান। কোনও শতরান নেই তাঁর। ৬টি অর্ধশতরান করেছেন। গড় ২০.৮০। স্ট্রাইক রেট ১২৩.৮৯। বছরের পর বছর ব্যর্থ এই ব্যাটারও আগামী বছর কেকেআরের দল থেকে বাদ পড়তে পারেন।

শুধু ব্যর্থ ক্রিকেটারদের বাদ দিলেই হবে না। দল গঠনের সময় আরও বিচক্ষণতা এবং পরিকল্পনা প্রয়োজন কেকেআর কর্তৃপক্ষের। দক্ষতা এবং পারফরম্যান্স যাচাই না করে দল গঠন করলে আগামী বছরও সাফল্য অধরা থাকতে পারে কেকেআরের। রিঙ্কু সিংহের মত এক বা দু’জন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকা শক্তিশালী দলের লক্ষণ নয়।

অন্য বিষয়গুলি:

IPL 2023 Kolkata Knight Riders Sunil Naraine Andre Russell Lockie Ferguson Tim Southee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy