Reminiscing Bangladesh cricket’s first victories in different format dgtl
bangladesh cricket team
Bangladesh Cricket: টি২০ সিরিজে এই প্রথম অজি-বধ! বাংলাদেশের ক্রিকেট সাফল্যের আরও কিছু মাইলস্টোন
টেস্ট এবং একদিনের ক্রিকেট শুরু করার পর জয়ের স্বাদ পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল। টি-টোয়েন্টিতে অবশ্য প্রথম ম্যাচেই জেতে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১১:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
০২১৫
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৩ রানে। বাংলাদেশের ৭ উইকেটে ১৩১ রানের জবাবে অস্ট্রেলিয়া ১০৮ রানে শেষ হয়ে যায়।
০৩১৫
ম্যাচের সেরা হন নাসুম আহমেদ। চার ওভার বল করে ১৯ রান দিয়ে চার উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার।
০৪১৫
পরের ম্যাচে বাংলাদেশ জেতে ৫ উইকেটে। অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ১২১ রান আট বল বাকি থাকতে তুলে নেয় বাংলদেশ। ৩৭ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা আফিফ হোসেন।
০৫১৫
তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে জেতে। তাদের ৯ উইকেটে ১২৭ রানের জবাবে অসিরা ১১৭ রানের বেশি করতে পারেনি। ৫২ রান করে ম্যাচের সেরা বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লা।
০৬১৫
২০০০ সালে টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলার পর বাংলাদেশকে প্রথম টেস্ট এবং সিরিজ জিততে অপেক্ষা করতে হয় পাঁচ বছর।
০৭১৫
৩৪টি টেস্ট খেলার পর বাংলাদেশ প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবোয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ চট্টগ্রামে প্রথম টেস্টে জেতে।
০৮১৫
প্রথমে বাংলাদেশ ৪৮৮ রান তোলে। হাবিবুল বাশার (৯৪), রাজিন সালে (৮৯), মহম্মদ রফিক (৬৯), নাফিস ইকবাল (৫৬) অর্ধশতরান করেন।
০৯১৫
এরপর মহম্মদ রফিক (৫/৬৫) এবং মাশরাফে মোর্তাজার (৩/৫৯) বোলিংয়ে জিম্বাবোয়ে ৩১২ রানে শেষ হয়ে যায়।
১০১৫
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২০৪ রান তুলে ছেড়ে দেয়। বাশার (৫৫) ফের সফল হন।
১১১৫
৩৮১ রানের লক্ষ্য নিয়ে জিম্বাবোয়ের ইনিংস শেষ হয়ে যায় ১৫৪ রানে। এনামুল হক জুনিয়র এই ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।
১২১৫
১৯৮৬ সালে একদিনের ক্রিকেট খেলতে শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে তাদের অপেক্ষা করতে হয় ১২ বছর। প্রথম সিরিজ জেতে তারা আরও পরে ২০০৫ সালে।
১৩১৫
একদিনের ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় কেনিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে। কেনিয়ার ২৩৬ রান ৪ উইকেট হরিয়ে তুলে নেয় বাংলাদেশ। মহম্মদ রফিক ৩ উইকেট নেন, ৭৭ রান করেন।
১৪১৫
একদিনের সিরিজে বাংলাদেশের প্রথম জয় ২০০৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে সেই সিরিজে ৩-২ ফলে জেতে বাংলাদেশ।
১৫১৫
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে জয়ের স্বাদ পেতে অপেক্ষাই করতে হয়নি। ২০০৬ সালে জিম্বাবোয়েকে প্রথম ম্যাচেই তারা হারায়। ১৯.৫ ওভারে ১৬৬ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। মাশরাফে মোর্তাজা ঝোড়ো ৩৫ রান করেন। জিম্বাবোয়ে ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি। আব্দুর রজ্জাক ১৭ রানে ৩ উইকেট নেন।