Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Cricket

হরভজনদের থেকে অনেকটাই এগিয়ে, দ্রুততম ২৫০ উইকেট নিয়ে নয়া কীর্তি অশ্বিনের

প্রায় বছর দেড়েক পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে অশ্বিনের। ক্যারিবিয়ান সফরে দলের সঙ্গে গেলেও একটি ম্যাচেও নামেননি তিনি।

মোমিনুলকে ফেরানোর পরে অশ্বিনকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি— এএফপি।

মোমিনুলকে ফেরানোর পরে অশ্বিনকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি— এএফপি।

সংবাদ সংস্থা
ইনদওর শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১৪:০৬
Share: Save:

ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নতুন পালক। ঘরের মাঠে টেস্টে দ্রুততম ২৫০ উইকেটের মালিক হলেন তিনি।

বৃহস্পতিবার হোলকার স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হককে বোল্ড করে নতুন কীর্তি গড়লেন অশ্বিন। ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের পেসাররা শুরু থেকেই নজর কাড়েন।

ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মহম্মদ শামি একটি করে উইকেট নেন। বল করতে এসে তারকা অফ স্পিনারও ভেল্কি দেখান। মোমিনুলকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে ঘরের মাঠে দ্রুততম ২৫০ উইকেট সংগ্রহ করেন অশ্বিন। ৪২টি টেস্ট ম্যাচ থেকে ২৫০ উইকেট নেন তিনি। এই নজির গড়ে দেশের প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলে ও হরভজন সিংহের সঙ্গেও একই আসনে বসে পড়লেন অশ্বিন।

আরও পড়ুন: মোমিনুল-মুশফিকুরের জুটি ভাঙলেন অশ্বিন, বোল্ড বাংলাদেশ অধিনায়ক

ঘরের মাঠে কুম্বলে ৪৩টি ম্যাচ থেকে ২৫০ উইকেট নিয়েছিলেন। একই মাইলস্টোনে পৌঁছতে ভাজ্জি নেন ৫১টি টেস্ট ম্যাচ। অশ্বিন অবশ্য অগ্রজদের থেকে একটু তাড়াতাড়িই ২৫০ উইকেট নেন। টেস্টে তাঁর শিকার সংখ্যা ৩৫৯। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীথরনও ৪২টি ম্যাচ থেকে ২৫০টি উইকেট নিয়েছিলেন। এতদিন পর্যন্ত মুরলীই ছিলেন দ্রুততম ২৫০ উইকেটশিকারী।

ইনদওরে মুরলীকে ছুঁয়ে ফেলেন অশ্বিন। প্রায় বছর দেড়েক পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে অশ্বিনের। ক্যারিবিয়ান সফরে দলের সঙ্গে গেলেও একটি ম্যাচেও নামেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৫টি উইকেট নেন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে পুরনো ছন্দের ঝলকানি অশ্বিনের বোলিংয়ে।

আরও পড়ুন: মানসিক সমস্যায় আমিও জেরবার ছিলাম, ম্যাক্সওয়েলকে সমর্থন করে বললেন কোহালি

অন্য বিষয়গুলি:

Cricket Indore Ravichandran Ashwin India Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy