ফের বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ‘নিধন’ করলেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে গত ৮ টেস্টে মোট ১০ বার স্টোকসের ঘাতক চেন্নাইয়ের ‘অ্যাশ’। অশ্বিনের মতোই ঘরের মাঠে ফের পুরনো চেহারায় বিরাট কোহালির ভারত। চিপকের ঘূর্ণি পিচে ইংল্যান্ডকে ৩১৭ রানে কচুকাটা করেছে বিরাট বাহিনী। কিন্তু আপাতত অন্যতম চর্চার বিষয় স্টোকস-অশ্বিন যুদ্ধ। যা কার্যত একপেশে ভাবে জিতে চলেছেন ভারতীয় স্পিনার। স্টোকস ছাড়া একমাত্র অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারই তাঁর স্পিনের ফাঁদে উইকেট খুইয়েছেন ১০ বার। এর পরেই প্রশ্ন উঠছে, বেন স্টোকস কি অশ্বিনের সেরা ‘বানি’?
সাদা জার্সির ক্রিকেটে অশ্বিনের স্টোকস বধের শুরুটা হয়েছিল বিশাখাপত্তনমে। ২০১৬ সালের নভেম্বরে সেই টেস্টে ২৪৬ রানে জয়ী হয়েছিল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচের পঞ্চম দিনে মাত্র ৩৮.১ ওভারেই ইংল্যান্ডের গোটা টিমকে প্যাভিলয়নে পাঠিয়েছিলেন বিরাট কোহালির স্পিনাররা। ১৫৭ বলের ধৈর্যশীল ইনিংসে ৫৭ রান তুলে ফেলেছিলেন স্টোকস। তার পরই উইকেটের সামনে তাঁর প্যাড ছুঁয়ে বল ব্যাটে লেগে ক্যাচ ওঠে। রিভিউ নিলেও থার্ড আম্পায়ারের বিচারে এলবিডব্লিউ হন স্টোকস।