টি-টোয়েন্টি সিরিজ, একদিনের সিরিজের পর সামনে এ বার টেস্ট সিরিজ। ২১ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু প্রথম টেস্ট। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ব্যাটসম্যানদের টেকনিকের কড়া পরীক্ষা নেবে এই টেস্ট সিরিজ। জোরে হাওয়ার পাশাপাশি বাড়তি বাউন্সও সমস্যায় ফেলতে পারে বিরাট কোহালির দলকে। তবে ভারতীয় ব্যাটসম্যানদের অনুপ্রেরণা হয়ে উঠতেই পারেন রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকররা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ১৯৯৯ সালে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর। সেটা ১৯৯৯। আবার ২০১০ সালে আমদাবাদে বীরেন্দ্র সহবাগ করেছিলেন ১৭৩। কিউয়িদের বিরুদ্ধে গৌতম গম্ভীরের টেস্ট বাঁচানো ১৩৭ রানের ইনিংসও ঢুকে পড়েছে লোকগাথায়। দেখে নেওয়া যাক ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কে সবচেয়ে বেশি সফল।