এঁরা সবাই ক্রিকেট মাঠের মহারথী। ব্যাট, বল হাতে ২২ গজ জয় করেছেন বার বার। কারও নামের পাশে রয়েছে বিশ্বজয়ীর তকমা, তো কেউ বিশ্বরেকর্ডের মালিক! দুর্দান্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি এঁরা ব্যক্তিগত জীবনেও যুদ্ধজয়ী। কেউ হারিয়েছেন ক্যানসারকে, কেউ পোলিয়োকে তো কেউ হেপাটাইটিসকে! যুবরাজ তো বটেই, তালিকায় রয়েছেন আরও দুই ভারতীয় ক্রিকেটার। এঁদের মধ্যে এক জন জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। আর কারা রয়েছেন এই তালিকায়?
এই তালিকায় প্রথমেই আসবে ইংরেজ ক্রিকেটার মাইকেল আথারটনের নাম। অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস নামের বিরল রোগে আক্রান্ত হন তিনি। খেলোয়াড়দের মধ্যে এর প্রবণতা একেবারে যে নেই, তা বলা যাবে না। এতে আক্রান্ত হলে মেরুদণ্ড এবং পিঠের পেশিতে শুরু হয় অসহ্য যন্ত্রণা। আথারটন ছাড়া বিরল রোগটির শিকার হয়েছেন রুশ দাবাড়ু ভ্লাদিমির ক্র্যামনিক এবং গিটারবাদক মিক মার্শ।