Probable first eleven of Team India against Bangladesh in Nidahas Trophy dgtl
Bangladesh vs India
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ১২:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
রোহিত শর্মা: এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব রোহিত। প্রথম ম্যাচে রানের খাতা খুলতে না পারলেও ক্যাপ্টেন রোহিতের বিকল্প এই মুহূর্তে নেই দলে।
০২১১
শিখর ধবন: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯০ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলেন শিখর। ফলে রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে দ্বিতীয় বাংলাদেশের বিরুদ্ধে দলে নিশ্চিত শিখর।
০৩১১
সুরেশ রায়না: নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে রায়নার ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। তবে, প্রথম ম্যাচে ব্যাটে রানের খরা থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে রায়নার উপর ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
০৪১১
মণীশ পাণ্ডে: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে মণীশের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। বাংলাদেশের বিরুদ্ধেও দলে সুযোগ পেতে চলেছেন তিনি।
০৫১১
দীনেশ কার্তিক: উইকেটরক্ষক হিসেবে দলে নিশ্চিত দীনেশ। টি২০ স্পেশ্যালিস্ট হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন তিনি। বিগত সিরিজগুলিতেও খারাপ পারফরম্যান্স ছিল না নাইট অধিনায়কের।
০৬১১
ঋষভ পন্থ: উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে দীনেশ কার্তিক থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে দলে সুযোগ পেতে পারেন ঋষভ। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর এমনটাই।
০৭১১
যুজবেন্দ্র চহাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র। দলের স্পিন বিভাগকে নেতৃত্ব দেওয়ার ভার থাকবে চহালের উপরই।
০৮১১
জয়দেব উনাদকট: নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে একটি উইকেট পেলেও ৩ ওভারে ৩৫ রান দিয়েছিলেন উনাদকট। তবে বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে আরও একটি সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
০৯১১
ওয়াশিংটন সুন্দর: প্রথম ম্যাচে ভারত হারলেও ভাল বল করে ছিলেন ওয়াশিংটন। মাত্র ২৮ রান খরচ করে নিয়েছিলেন ২টি উইকেট। এই ম্যাচে ওয়াশিংটনের দলে থাকা নিশ্চিত।
১০১১
অক্ষর পটেল: প্রথম ম্যাচে দলে সুযোগ না পাওয়া অক্ষর ফিরতে পারেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে।
১১১১
মহম্মদ সিরাজ: অক্ষরের মতো প্রথম ম্যাচে সুযোগ পাননি সিরাজও। তবে এই ম্যাচে দলে ফেরানো হতে পারে তরুণ এই পেসারকে।