Probable eleven of Indian team against Pakistan in Asia Cup 2018 dgtl
asia cup
হতে পারে দু’টি পরিবর্তন, দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
শিখর ধওয়ন কি আজও দুর্দান্ত ব্যাটিং করবেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটা অন্য উন্মাদনা। ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে দুই দেশ। আজ বুধবার ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। হংকংকে হারাতে বেগ পাওয়া রোহিতরা দলে গোটা দু’য়েক পরিবর্তন করতে পারে। দেখে নেওয়া যাক রোহিতদের সম্ভাব্য প্রথম একাদশ।
০২১২
রোহিত শর্মা: অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভাল খেলতে পারেননি হংকংয়ের বিরুদ্ধে। তবে রোহিতের অভিজ্ঞতা কাজে আসতে পারে আজ।
০৩১২
শিখর ধওয়ন: সাদা বলে ব্যর্থতা কাটিয়ে লাল বলে চেনা পরিবেশে ফের গর্জে উঠছে শিখরের ব্যাট। হংকংয়ের বিরুদ্ধে ধওয়নের ১২৭ ম্যাচ জেতাতে সাহায্য করেছে।
০৪১২
অম্বাতি রায়ুডু: হংকংয়ের বিরুদ্ধে ৬০ রান করেছেন। ভালই ব্যাট করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ৩১ রানে অপরাজিত ছিলেন। তিন নম্বরে থাকছেন রায়ুডুই।
০৫১২
লোকেশ রাহুল: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত শতরান করেছেন। আজ দীনেশ কার্তিকের বদলে বিশ্রামে থাকা রাহুলের খেলার সম্ভাবনা বেশি।
০৬১২
মহেন্দ্র সিংহ ধোনি: হংকংয়ের বিরুদ্ধে শূন্য রানে প্যভিলিয়নে ফিরে গিয়েছেন, তবুও পাঁচ নম্বরের জন্য ধোনিই সেরা পছন্দ। পাকিস্তানের বিরুদ্ধে ধোনির খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে ভারতকে ভরসা দেবে।
০৭১২
কেদার যাদব: মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে মোটামুটি সফল। স্পিনের হাতটাও খারাপ নয়। রীতিমতো বেগ দিয়েছেন পাকিস্তানকে। তাই বাংলাদেশের বিরুদ্ধে কেদার থাকবেন বলেই মনে করা হচ্ছে।
০৮১২
ভুবনেশ্বর কুমার: ভারতীয় পেস আক্রমণের বড় ভরসা। তাই ভুবিকে টিম থেকে কোনও মতেই বাদ দিতে পারা যাবে না। পাক ম্যাচে তিন তিনটে উইকেট পেয়েছেন তিনি।
০৯১২
যশপ্রীত বুমরা: শার্দুল ঠাকুরের বদলে পাকিস্তানের বিরুদ্ধে এই পেসারের খেলার সম্ভাবনাই বেশি। ইংল্যান্ড সফরে ভারতের অন্যতম সফল বোলার বুমরা। আইসিসি ওয়ান ডে-র বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন।
১০১২
কুলদীপ যাদব: সীমিত ওভারের ম্যাচে টিম ইন্ডিয়ার তুরুপের তাস এই চায়না ম্যান। হংকংয়ের বিরুদ্ধে পেয়েছেন ২টি উইকেট।
১১১২
যুজবেন্দ্র চহাল: স্পিন আক্রমণের জোড়া ফলার অপর জন। কুলদীপের সঙ্গে চহালের জুটি ক্লিক করলে বাংলাদেশী ব্যাটসম্যানদের রান তোলার কাজটা সহজ হবে না। কাজেই তাঁর দলে থাকার সম্ভাবনাও প্রবল।
১২১২
খলিল আহমেদ: অভিষেক ম্যাচেই তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট। হার্দিক পাণ্ড্য চোটের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় খালিলের এই ম্যাচে খেলার সম্ভাবনাই বেশি।