বিরাট হতে চান না বাবর।
ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে নিজের তুলনায় যেতে নারাজ পাকিস্তানের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার বাবর আজম। শুরুর দিন থেকেই বিরাটের সঙ্গে তুলনা করা হয় তাঁর। বলা হয় তিনিই নাকি পাকিস্তানের কোহালি। তবে, এই তুলনা তাঁর যে না-পসন্দ তা সোমবার জানিয়ে দিলেন এই পাক ক্রিকেটার।
আরও পড়ুন: পাল্লেকেলি টেস্ট থেকে ছিটকে গেলেন রঙ্গনা হেরাথ
আরও পড়ুন: ‘ভারতের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলাই আমার মূল লক্ষ্য'
সোমবার এক সমর্থক টুইটারে বাবরকে জিজ্ঞাসা করে লেখেন, “যদি আপনাকে পাকিস্তানের বিরাট কোহালি বলা হয়, তা হলে আপনার কেমন লাগবে?"
#AskBabarAzam ager Apko #viratkholi off Pakistan kaha jai to apko kaisa lage g @babarazam258
— Soomrowaqar99 (@soomrowaqar99) August 6, 2017
এই টুইটের কয়েক মিনিটের মধ্যেই প্রত্যুত্তর আসে বাবরের তরফে। তিনি এর তীব্র প্রতিবাদ করে ওই সমর্থককে বলেন, “বিরাট নিঃসন্দেহে বড় ক্রিকেটার। সেখানে আমি সদ্য ক্রিকেট খেলা শুরু করেছি। তবে, আমি পাকিস্তানের বাবর আজম হিসাবেই পরিচিতি পেতে চাই।"
there is no comparison. @imVkohli is a great batsman and I am just a beginner. But I would like to be recalled as Babar Azam of Pakistan :) https://t.co/fqiF6ZKJ2J
— Babar Azam (@babarazam258) August 6, 2017
তিনি আরও জানান, বিরাট এবং তাঁর খেলার ধরন আলাদা। তিনি বিরাটের মতো দেশকে সাফল্য এনে দিতে চান, রান করতে চান, তবে তা সম্পূর্ণ নিজের ছন্দে, নিজের ঢঙে।
গত বছর পাকিস্তানের কোচ মিকি আর্থারও বিরাটের সঙ্গে তুলনা করেছিলেন বাবরের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy