Advertisement
০৫ নভেম্বর ২০২৪

স্যাঞ্চেজের সঙ্গে ওয়েঙ্গারের যুদ্ধে উত্তাল আর্সেনাল

অ্যালেক্সিস স্যাঞ্চেজ বনাম আর্সেন ওয়েঙ্গারের গৃহযুদ্ধ নিল নতুন মোড়। শনিবার লিভারপুল ম্যাচে দলের সেরা অস্ত্র স্যাঞ্চেজকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখায় কটাক্ষের মুখে পড়তে হয় ওয়েঙ্গারকে।

নাটক: প্রকাশ্যে স্যাঞ্চেজ-ওয়েঙ্গার করমর্দন। পিছনে লড়াই চলছে তারকা ফুটবলার ও ম্যানেজারের। রয়টার্স

নাটক: প্রকাশ্যে স্যাঞ্চেজ-ওয়েঙ্গার করমর্দন। পিছনে লড়াই চলছে তারকা ফুটবলার ও ম্যানেজারের। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:২১
Share: Save:

অ্যালেক্সিস স্যাঞ্চেজ বনাম আর্সেন ওয়েঙ্গারের গৃহযুদ্ধ নিল নতুন মোড়।

শনিবার লিভারপুল ম্যাচে দলের সেরা অস্ত্র স্যাঞ্চেজকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখায় কটাক্ষের মুখে পড়তে হয় ওয়েঙ্গারকে। আর্সেনালের প্রাক্তন ফুটবলার থেকে ফুটবল পণ্ডিতরা, সবাই তোপ দাগেন আর্সেনাল ম্যানেজারের এই অদ্ভুত সিদ্ধান্তের বিরুদ্ধে।

লিভারপুলের বিরুদ্ধে ডিরেক্ট ফুটবল খেলার জন্যই স্যাঞ্চেজকে রিজার্ভে রেখে ম্যাচ শুরু করার অজুহাত দেন ওয়েঙ্গার। কিন্তু ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, কারণটা সম্পূর্ণ উল্টো। গত সপ্তাহে ট্রেনিং চলাকালীন সতীর্থ ও ওয়েঙ্গারের সঙ্গে ঝামেলায় জড়ান স্যাঞ্চেজ। মাঝপথে ট্রেনিং ছেড়ে বেরিয়ে যান। এমনকী বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১-৫ হারের পরেও নাকি ড্রেসিংরুমে গিয়ে সতীর্থদের সঙ্গে ঝামেলা করেন চিলে তারকা। শাস্তি হিসেবে সেই কারণেই স্যাঞ্চেজকে রিজার্ভে বসিয়ে লিভারপুল ম্যাচ শুরু করেন ওয়েঙ্গার।

ফরাসি কোচের এই আচরণে অবশ্য স্যাঞ্চেজ দৃঢ়প্রতিজ্ঞ নতুন মরসুমে আর তিনি ক্লাবে থাকবেন না। ওয়েঙ্গারের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন স্যাঞ্চেজ। জানিয়েছেন, তিনি নতুন কোনও চ্যালেঞ্জ চান। তাঁর আর্সেনাল চুক্তিতে আরও দেড় বছর থাকলেও পরের মরসুমের শুরুতেই আর্সেনাল ছাড়তে বদ্ধপরিকর চলতি মরসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। নতুন চুক্তি দেওয়া হলেও স্যাঞ্চেজ সই করতে ইচ্ছুক নন।

চব্বিশ ঘণ্টার মধ্যেই আবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে নামতে চলেছে আর্সেনাল। প্রথম লেগ ১-৫ হেরে কোনও অলৌকিক প্রত্যাবর্তনই বাঁচাতে পারবে আর্সেনালকে। ম্যাচের আগে ট্রেনিংয়ে অবশ্য খোশমেজাজেই দেখা যায় আর্সেনাল তারকাকে। সতীর্থদের সঙ্গে ঠাট্টা করেন। ওয়েঙ্গারের সঙ্গে হাতও মেলাতে দেখা যায়। কিন্তু ব্রিটিশ দৈনিকগুলোর মতে, এই সমস্ত ক্যামেরার সামনে সাজানো জিনিস। স্যাঞ্চেজ এক প্রকার ঠিক করেই ফেলেছেন তিনি ক্লাব ছাড়বেন।

স্যাঞ্চেজকে সই করতে আপাতত দৌড়ে এগিয়ে প্যারিস সঁ জরমঁ। আর্সেনাল মহাতারকাকে বড় রকমের চুক্তি দিতে চান ক্লাব কর্তারা। য়ুভেন্তাসও ভাল রকম ভাবে স্যাঞ্চেজকে নেওয়ার দৌড়ে আছে।

বায়ার্ন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অবশ্য বিতর্ক উড়িয়ে ওয়েঙ্গারের দাবি, তাঁর সঙ্গে স্যাঞ্চেজের কোনও সমস্যা নেই। ‘‘এ সমস্ত মিডিয়ার তৈরি করা। এর মধ্যেই কিছুই সত্যি না। আসলে কাগজ ভরতে হবে তো। এমনও অনেক ম্যাচে স্যাঞ্চেজ খেলেছে যেখানে আমরা ভাল খেলতে পারিনি। ফুটবল একজনের খেলা নয়,’’ বলছেন আর্সেনাল ম্যানেজার। সঙ্গে ওয়েঙ্গার যোগ করেন, ‘‘স্যাঞ্চেজের এখনও পনেরো মাস বাকি আছে চুক্তিতে। পরের মরসুমে ও থাকবে কি থাকবে না সেটা পুরোপুরি আর্সেনালের সিদ্ধান্ত। ট্রেনিং গ্রাউন্ডে এ রকম কিছুই হয়নি।’’ স্যাঞ্চেজও আবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন, ‘‘গানার্সরা তৈরি তো। চেষ্টা না করাটাই হল আসল ব্যর্থতা।’’

বায়ার্নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবার চোটের জন্য ছিটকে গেলেন মেসুত ওজিল। ওয়েঙ্গার বলছেন, ‘‘ওজিল এখনও অসুস্থ। বায়ার্ন ম্যাচে ও খেলতে পারবে না।’’ ১-৫ পিছিয়ে থাকলেও মঙ্গলবার রাতে শুরুর থেকে আক্রমণে যেতে চায় আর্সেনাল। ‘‘আমরা হাল ছাড়ছি না। শুরুর থেকেই আক্রমণে নামতে চাই। তারপর দেখা যাক কী হয়,’’ বলছেন ওয়েঙ্গার।

লিভারপুল ম্যাচে হারের পর থেকেই জল্পনা তুঙ্গে ওয়েঙ্গার পদত্যাগ করবেন। কিন্তু আর্সেনাল ম্যানেজার বলছেন, ‘‘আমি ক্লাবকে আরও সফল করে তুলতে সাহায্য করেছি। কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে এখনও অনেক চিন্তাভাবনা করতে হবে।’’ সাংবাদিক সম্মেলনে ওয়েঙ্গারের পাশে বসে থাকা পিয়ের মার্তেসআকারকে জিজ্ঞেস করা হয় কোচের পাশে ফুটবলাররা আছে কি না। মার্টেসআকার জবাব দেওয়ার আগেই ওয়েঙ্গার তাঁকে থামিয়ে বলেন, ‘‘ফুটবলাররা ঠিক করবে না ম্যানেজার থাকবে কি না।’’

আর্সেনালের সময় যখন খারাপ চলছে পাশাপাশি আবার বায়ার্ন তখন অপ্রতিরোধ্য ফর্মে। জার্মান কাপের সেমিফাইনালে ওঠা ছাড়াও বুন্দেশলিগায় ম্যাচের পর ম্যাচ জিতছে বায়ার্ন। প্রথম লেগে বড় জয় পেলেও বায়ার্ন কোচ কার্লো আনচেলোত্তি বলছেন, ‘‘আর্সেনাল খুব ভাল দল। আরও নব্বই মিনিট আমাদের লড়াই করতে হবে।’’

আজ চ্যাম্পিয়ন্স লিগে:

আর্সেনাল বনাম বায়ার্ন মিউনিখ (টেন টু রাত ১-১৫)

অন্য বিষয়গুলি:

Arsène Wenger Arsenal Alexis Sánchez
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE