অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। —ফাইল চিত্র
টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার জ্যাভলিন নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের প্রতিযোগী আরশাদ নাদিম। সেই নিয়ে তোলপাড় নেটমাধ্যম। বলা হচ্ছে, নীরজের জ্যাভলিন খারাপ করে দেওয়াই উদ্দেশ্য ছিল নাদিমের। এ সব অপপ্রচার বন্ধ করার জন্য অনুরোধ করলেন খোদ নীরজ।
তিনি জানিয়ে দিলেন, সেই ঘটনায় নাদিমের কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তাঁর বক্তব্যকে অতিরঞ্জিত করা হচ্ছে বলে মত অলিম্পিক্সে সোনাজয়ীর। টুইট করে নীরজ লেখেন, ‘সকলকে অনুরোধ আমার নাম নিয়ে নিজেদের কার্যসিদ্ধি করবেন না। খেলা আমাদের শেখায় একসঙ্গে থাকতে। আমি হতাশ কিছু মানুষের প্রতিক্রিয়া দেখে।’
বৃহস্পতিবার টুইট করে নীরজ বলেন, “এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলাম ফাইনালে থ্রোয়ের আগে পাকিস্তানের প্রতিযোগী আমার জ্যাভলিন নিয়ে গিয়েছিল। ও অনুশীলন করছিল ওটা নিয়ে। আমি থ্রো করব বলে চেয়ে নিয়েছিলাম সেটা। এটা কোনও বড় ব্যাপার নয়। আমরা সবাই এক জায়গায় জ্যাভলিন রাখি। সেখান থেকে যে কেউ সেই জ্যাভলিন নিতে পারে। এটাকে খুব বড় করে দেখার দরকার নেই। আমার খারাপ লাগছে যে আমার একটা কথা নিয়ে সেটাকে এত বড় করা হচ্ছে।”
I would request everyone to please not use me and my comments as a medium to further your vested interests and propaganda.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 26, 2021
Sports teaches us to be together and united. I'm extremely disappointed to see some of the reactions from the public on my recent comments.
নীরজ জানিয়েছিলেন ফাইনালে তাঁর থ্রোয়ের আগে জ্যাভলিন নিতে গিয়ে দেখেন যে সেটা জায়গায় নেই। পাকিস্তানের আরশাদ নাদিম সেটা নিয়ে ঘুরছেন। নীরজ তাঁর কাছে গিয়ে জ্যাভলিনটি চেয়ে নিয়ে আসেন। তার পর প্রথম থ্রো করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy