মহম্মদ সিরাজ টুইটার
অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড। সিডনির পর লিডস। ফের মহম্মদ সিরাজকে হেনস্থা করার অভিযোগ উঠল দর্শকদের বিরুদ্ধে।
বুধবার তৃতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় গ্যালারি থেকে সিরাজকে লক্ষ্য করে বল ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা দেন ভারতীয় বোলারও। ইংরেজ দর্শকদের বুঝিয়ে দেন ভারত এখনও সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে।
এই ঘটনায় এখনও সরকারী ভাবে কোনও অভিযোগ দায়ের করেনি ভারতীয় দল। ঘটনার পর দর্শকদের উদ্দেশে বিরাট কোহলী হতাশা প্রকাশ করেন।
প্রথম দিনের ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ঋষভ পন্থ বলেন, ‘‘আমার মনে হয়েছে দর্শকদের মধ্যে থেকে কেউ বল জাতীয় কিছু ছুড়েছে সিরাজের দিকে। সেই কারণে বিরাটও বিরক্ত। দর্শকরা মাঠের বাইরে থেকে যা ইচ্ছা বলতে পারেন। মাঠের মধ্যে কিছু ছোড়াটা অন্যায়।’’
Learning from his captain
— Chiku (@KohliisGoat) August 25, 2021
Siraj miyan 🔥🔥pic.twitter.com/YQoOLlxMJl
দর্শকদের উদ্দেশে সিরাজের পাল্টা জবাব দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
সিডনি টেস্টের সময় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছিল সিরাজকে। সেই সময় বিরাটদের প্রতিবাদের জেরে দর্শকদের মাঠের বাইরে বের করে দেওয়া হয়। তবে এই সিরিজে শুধু সিরাজ নন, লর্ডসে লোকেশ রাহুলের দিকেও ছোড়া হয়েছিল শ্যাম্পেনের কর্ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy