অনুশীলনের পর সিডনিতে ধোনিকে নিয়ে ভক্তদের উন্মাদনা। ছবি টুইটারের সৌজন্যে।
ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার কেন্দ্রে মহেন্দ্র সিংহ ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনিই হয়ে উঠলেন প্রধান আকর্ষণ।
টেস্টকে বিদায় জানিয়েছেন কয়েক বছর হয়ে গেল। খেলেননি ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজও। ওয়ানডে সিরিজ খেলতে দিনকয়েক আগে সিডনিতে আসা ধোনিকে নিয়ে তাই দেখা গেল রীতিমতো হুড়োহুড়ি। ক্রিকেটপ্রেমীরা তাঁর সঙ্গে তুললেন সেলফি, নিলেন সই। ধোনিও ভক্তদের দাবি-দাওয়া মেটালেন হাসিমুখে।
গত বছর অবশ্য ধোনির মোটেই ভাল যায়নি। ২০১৮ সালে তিনি খেলেন মাত্র ১৩ ওয়ানডে। পারফরম্যান্সও আহামরি কিছু ছিল না। সেই কারণেই কয়েক মাস পরের বিশ্বকাপে ধোনিকে খেলানো ঠিক হবে কিনা, তা নিয়ে চর্চা ক্রমশ বাড়ে। ভারতীয় শিবির অবশ্য ধোনির অভিজ্ঞতা জরুরি বলে জানিয়েছে।
আরও পড়ুন: হার্দিক-রাহুল বিতর্ক প্রভাব ফেলতে পারবে না ধোনি আছে বলেই, বিশ্বাস গাওস্করের
আরও পড়ুন: অবসর নিয়ে বিরাট কোহালির পরিকল্পনা কী জানেন?
MSD fever at the SCG post practice. Humble as always, @msdhoni signed a few autographs for the fans who had gathered to watch #TeamIndia train before the 1st ODI #AUSvIND pic.twitter.com/AoBsBf2WyF
— BCCI (@BCCI) January 11, 2019
অস্ট্রেলিয়া ২০০৮ সালে প্রথমবার ওয়ানডে খেলেন ধোনি। সেবার তাঁর নেতৃত্বে ভারত ভিবি সিরিজে চ্যাম্পিয়ন হয়। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে ২-০ হারায় অস্ট্রেলিয়াকে। এখনও পর্যন্ত এদেশে ৩২ একদিনের ম্যাচে ৮৬০ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলেছেন ৪৮ একদিনের ম্যাচ। করেছেন ১৩৫৫ রান। যার মধ্যে রয়েছে দুটো সেঞ্চুরি। এ বার একদিনের সিরিজে ধোনি ব্যাট হাতে কেমন করেন, সেদিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
Whoa!!. Don't tell me he is getting old.. look at #Dhoni. Looking forward for some 🚁 and ⚡ stumpings tomorrow. Bring it on. #AUSvIND #Mahi pic.twitter.com/DOKXx7afSK
— Prabhu (@Cricprabhu) January 11, 2019
MS Dhoni during Practice session.
— MS Dhoni Fans (@BleedDhonism) January 11, 2019
PC- BCCI#AUSvIND #Dhoni pic.twitter.com/U2a1Chx1o1
All these love just for one Man @msdhoni 😍💛 #MSDhoni #AUSvIND pic.twitter.com/hfEoICNKJA
— Dhoni Raina Team (@dhoniraina_team) January 11, 2019
@msdhoni during Practice Session😍😍💛 pic.twitter.com/T29QVoVoZ8
— DHONI Trends™ (@TrendsDhoni) January 11, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy