ইয়ন মর্গ্যান। ছবি: রয়টার্স।
বাংলাদেশ সফর থেকে নাম তুলে নিল ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। নিরাপত্তার কারণ দেখিয়ে অনেকদিন ধরেই বাংলাদেশ সফর নিয়ে টালবাহানা চলছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা খতিয়ে দেখে এই সিরিজ খেলতে সম্মত হয় ইংল্যান্ড। কিন্তু বেঁকে বসেন কয়েকজন ক্রিকেটার। ভাবা হয়েছিল শেষ পর্যন্ত তাঁরা যেতে রাজি হবেন। কিন্তু তেমনটা হল না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড রবিবার জানিয়ে দিল বাংলাদেশ সফরে এই দুই প্লেয়ারকে পাচ্ছে না ইংল্যান্ড।
৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজ। যেখানে রয়েছে দুটো টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ। গত জুলাইয়ে ঢাকার হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার পরই শুরু হয় জল্পনা। ২০ জন পণবন্দীর মৃত্যু হয়। মর্গ্যান আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যাক্তিগত নিরাপত্তার কারণে তিনি বাংলাদেশ সফরে যাবেন না। এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দু’জনই তাঁদের মত জানিয়ে দিয়েছেন। ইংল্যান্ড ক্রিকেট অধিকর্তা অ্যান্ড্রু স্ট্রস বলেন, ‘‘আমরা বুঝেছি আর ওদের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমরা হতাশ কারণ, এই সিরিজে এই দু’জনকে পাব না। আমরা দলের সকলের সঙ্গেই এই নিয়ে কথা বলেছিলাম। আশা করব আর কেউ এই সফর থেকে নাম তুলে নেবে না।’’
শুক্রবার বাংলাদেশ সফরের জন্য দল বেছে নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। মর্গ্যানের অবর্তমানে জোস বাটলার একদিনের দলের অধিনায়কত্ব করবেন।
আরও খবর
ফর্মে নেই, দলে আছেন শিখর-রোহিত, চমকহীন টেস্ট দল কোহালিদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy