অ্যাটলেটিকো কলকাতা কোচ মোলিনা। ছবি: সংগৃহিত।
মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ মুহূর্তে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল অ্যাটলেটিকো কলকাতা কোচ মোলিনা। রেফারির সঙ্গে খারাপ ব্যবহারের জন্যই এই শাস্তি পেতে হয়েছিল। কিন্তু গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে বেঞ্চে থাকতে পারছেন না তিনি। এক ম্যাচ নির্বাসিত করা হল তাঁকে।
মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ফোরলানের গোলে মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছিল কলকাতাকে। দ্বিতীয়ার্ধের যখন অতিরিক্ত সময় চলছে তখন ইয়ান হিউমকে অন্যায় ভাবে ফেলে দেওয়া হলে রাগে ফেটে পড়েন মোলিনা। ৯২ মিনিটে মুম্বই ডিফেন্ডারে লুসিয়ান গোইয়ানকে কোনও কার্ড না দেখানোয় রাগ আরও বেড়ে যায় তাঁর। অ্যাটলেটিকোকে ফ্রিকিক দিয়ে সমস্যার সমাধান করেন রেফারি। যদিও বক্সের বাইরে খুব ভাল জায়গায় ফ্রিকিক পেয়েও গোলে রাখতে পারেনি কলকাতা। এই আইএসএল-এর প্রথম হারের মুখ দেখতে হয়েছে কলকাতাকে। শৃঙ্খলারক্ষা কমিটি এদিন পরিষ্কার করে জানিয়ে দেয়, ‘‘এআইএফএফ-এর নিয়ম (আর্টিকেল ১৯) অনুযায়ী মোলিনাকে এই শাস্তি দেওয়া হল।’’
আরও খবর
ফোরলানের গোলে প্রথম হার এটিকের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy