ফেডারেশন কাপে অভিযান শুরু করার আটচল্লিশ ঘণ্টা আগে ফের বিতর্কে জড়ালেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন! বলে দিলেন, ‘‘মোহনবাগান অনেক বছর ট্রফি পায়নি। এ বছরও যদি না পায়, আকাশ ভেঙে পড়বে না!’’ তার পরেই অবশ্য যোগ করলেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। কী পাইনি তা নিয়ে ভাবছি না।’’
ফেডারেশন কাপ কটকে হলেও ভুবনেশ্বরে থাকছে মোহনবাগান। শনিবার দুপুর দু’টো নাগাদ ওড়িশার রাজধানীতে পৌঁছে একের পর এক তোপ দাগলেন মোহনবাগান কোচ। বললেন, ‘‘আমি সমালোচনায় কান দিই না। কারণ, কাউকে ধরে কোচিংয়ে আসিনি। অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি। কে কী বলল সেটা আমি ধুলো ঝাড়ার মতো করে উড়িয়ে দিই।’’
সবুজ-মেরুন শিবিরে বিতর্কের আবহে অশ্বস্তি আরও বাড়ল দেবজিৎ মজুমদারকে নিয়ে!
চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে আই লিগের শেষ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মোহনবাগান গোলরক্ষক। ফেডারেশন কাপও যেহেতু এআইএফএফ-র টুর্নামেন্ট, তাই সোমবার ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না দেবজিৎ।
ফেডারেশনের তরফে ইতিমধ্যেই তা জানিয়েও দেওয়া হয়েছে মোহনবাগানকে। যদিও সবুজ-মেরুন কোচ বলছেন, ‘‘দেবজিতের খেলা নিয়ে কোনও সমস্যা আছে বলে তো শুনিনি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy