মহড়া: আবাহনী ম্যাচের প্রস্তুতিতে ডাফি ও সার্থক। ছবি: সুদীপ্ত ভৌমিক
আবাহনীর বিরুদ্ধে এএফসি কাপের শেষ ম্যাচ খেলতে ঢাকা রওনা হওয়ার আগে ফের বিতর্কে জড়ালেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন!
সোমবার সকালে মোহনবাগান মাঠে মরসুমের শেষ প্র্যাকটিসের পরে সাংবাদিক বৈঠকে সবুজ-মেরুন কোচ বলেছেন, ‘‘ফুটবলারদের সঙ্গে ক্লাবের চুক্তি ৩১ মে পর্যন্ত। আমরা যদি এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করতাম, তা হলে কাউকে পেতাম না। কারণ, আমাদের তো বেঙ্গালুরু এফসি-র মতো ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নেই। ফলে দ্বিতীয় রাউন্ডে ম্যাচ না খেললে বিশাল অঙ্কের জরিমানা দিতে হতো ক্লাবকে।’’
মলদ্বীপে এএফসি কাপের ম্যাচে মাজিয়া-র বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নামিয়ে পাঁচ গোলে হারের লজ্জা নিয়ে দেশে ফিরেছিল মোহনবাগান। আবাহনীর বিরুদ্ধে খেলতেও এদুয়ার্দো ফেরিরা, বলবন্ত সিংহ, আনাস এডাথোডিকা, প্রীতম কোটাল, প্রবীর দাস ও সৌভিক চক্রবর্তীকে রাখা হয়নি দলে। শেষ মুহূর্তে ভিসা সমস্যায় ছিটকে গেলেন সনি নর্দে। ক্লাব সূত্রে খবর, সনি-র পাসপোর্টের পাতা শেষ হয়ে গিয়েছে। তাই ভিসা হয়নি। তবে অন্য দুই বিদেশি ড্যারেল ডাফি ও কাতসুমি ইউসা গিয়েছেন ঢাকা। হাইতি তারকা এ দিন ফের জানিয়ে দিলেন, মোহনবাগান আইএসএল খেললে তিনি অন্য কোথাও যাবেন না।
আরও পড়ুন: কোপা দেল রে জয়ের হ্যাটট্রিক বার্সেলোনার
সবুজ-মেরুন কোচ অবশ্য মানতে নারাজ আবাহনীর বিরুদ্ধে খেলতে দ্বিতীয় সারির দল নিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, ‘‘বলবন্ত, শেহনাজ, এদুয়ার্দো ও আনাসের চোট রয়েছে। প্রীতম ও প্রবীর অসুস্থ। তাই ওদের বিশ্রাম দেওয়া হয়েছে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমাদের কোনও দ্বিতীয় দল নেই। যারা যাচ্ছে, তারা সকলেই প্রথম সারির ফুটবলার।’’
কিন্তু এই পরিস্থিতিতে নিয়মরক্ষার ম্যাচে ফুটবলাররা কি আদৌ নিজেদের উদ্বুদ্ধ করতে পারবেন? সঞ্জয় বলছেন, ‘‘প্রত্যেকেই এই ম্যাচটায় নিজেদের উজাড় করে দিতে মরিয়া। ওদের এই মনোভাবে আমি অভিভূত।’’ আর ডাফি বললেন, ‘‘এই মুহূর্তে মরসুমের শেষ ম্যাচটা জিতে বাড়ি ফেরা ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy