Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Punjab Kings

আইপিএলে পঞ্জাবের বোলিং শক্তি নিয়ে আশাবাদী শামি

গত আইপিএলে ওভার প্রতি ৮.৫৭ রান দিয়ে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন শামি। কিন্তু দলের অন্য পেসারদের থেকে সে রকম সমর্থন মাঠে পাননি।

লক্ষ্য: চোট কাটিয়ে উঠে শামি আসন্ন আইপিএলে মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন। ফাইল চিত্র।

লক্ষ্য: চোট কাটিয়ে উঠে শামি আসন্ন আইপিএলে মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ০৫:২৪
Share: Save:

অস্ট্রেলিয়া সফরে ব্যাট করতে গিয়ে চোট পেয়েছিলেন। এখন তিনি ফিট এবং আসন্ন আইপিএলে আবার পঞ্জাব কিংস দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান। বলেছেন মহম্মদ শামি।

অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের খাটো লেংথের বলে শামির কব্জিতে চোট লেগেছিল। এর পরে জাতীয় ক্রিকেট অ্যকাডেমিতে (এনসিএ) তাঁর রিহ্যাব চলছিল। যেখান থেকে তাঁকে আইপিএলের জন্য ২০ মার্চ ছেড়ে দেওয়া হয়। ‘‘এখন আমি পুরোপুরি ফিট এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছি। ব্যাটিং করতে গিয়ে চোট পাওয়াটা দুর্ভাগ্যজনক। দীর্ঘ দিন ফিটনেস নিয়ে কোনও সমস্যা ছিল না আমার। কিন্তু এই ব্যাপারে আমার কিছু করার ছিল না। এটা খেলারই অঙ্গ,’’ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন শামি। তিনি আরও যোগ করেছেন, ‘‘আমি সব সময় ইতিবাচক দিকটা দেখি। গত মরসুমটা আমার জন্য ভাল গিয়েছে, আশা করি সেই ছন্দটা এ বারও থাকবে। এই চোট পাওয়ায় আইপিএলের মতো বড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার আরও সময় পেয়েছি।’’ শামি আরও বলেছেন, ‘‘এনসিএ-তেই বেশির ভাগ সময়টা ছিলাম। কোভিড পরিস্থিতির জন্য
বাড়ি যেতে পারিনি।’’

গত আইপিএলে ওভার প্রতি ৮.৫৭ রান দিয়ে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন শামি। কিন্তু দলের অন্য পেসারদের থেকে সে রকম সমর্থন মাঠে পাননি। যাঁরা ডেথ ওভারে রান আটকাতে পারেননি। ফলে প্লে-অফেও জায়গা করতে পারেনি তাঁর দল। এ মরসুমে পঞ্জাব কিংস ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথ এবং মোজেস এনরিকেকে সই করিয়েছে। শামি বলেছেন, ‘‘গত মরসুমে আমি সেরাটা দেওয়ার পাশাপাশি সতীর্থ পেসারদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। এ বার আমাদের দলে ভাল বিদেশি ক্রিকেটারেরা রয়েছে। আমাদের দল এখন আরও শক্তিশালী। এ বার আমাদের আরও ভাল খেলা উচিত।’’ শামি আরও বলেছেন, ‘‘ছোট ফর্ম্যাটের ক্রিকেটে মাথা একদম পরিষ্কার থাকা উচিত। দল হিসেবে আমরা ভাল খেললেও কয়েকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে হেরেছি। যেগুলো জেতা উচিত ছিল। আমাদের ডেথ বোলিং গত বারের তুলনায় এ বার এগিয়ে। তাই ভাল খেলার ব্যাপারে আশাবাদী।’’

বিরাট কোহালি-সহ আন্তর্জাতিক ক্রিকেটারেরা জৈব বলয়ে কাটানো জীবন নিয়ে মুখ খুলেছেন। শামি এই নিয়ে বলেছেন, ‘‘জৈব বলয়ে থাকা কঠিন। তবে প্রতিযোগিতা না হওয়ার চেয়ে জৈব বলয়ে থেকে খেলা ভাল।’’

অন্য বিষয়গুলি:

Mohammed Shami Punjab Kings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE