মেহেদি হাসান মিরাজ। ছবি: সংগৃহীত।
১৯ বছরের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ এখন আলো ছড়ানোর অপেক্ষায়। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নিজেকে মেলে ধরতে মুখিয়ে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ খেলে সিরিজ সেরা হওয়া মিরাজ জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডে ম্যাচে। ১৫ সদস্যের দলে রয়েছেন চোট সারিয়ে ফেরা পেসার মুস্তাফিজুর রহমানও। আফগানিস্তান সিরিজের পর দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। দলে জায়গা পেয়েছেন একটিও আন্তর্জাতিক ম্যাচ না খেলা পেসার শুভাশিস রায় ও তনভীর হায়দার।
আরও খবর: সাকিব, মুস্তাফিজুরকে নিয়ে বেশ টেনশনে নিউজিল্যান্ড কোচ
সিরিজ শুরুর আগে ওভালে আগামিকাল নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ দল।
কাঁধের চোট কাটিয়ে ফেরা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ২৬ মার্চ। তাও টি২০ বিশ্বকাপে। অক্টোবরে ইংল্যান্ড সিরিজে না খেলা রুবেল হোসেনও আছেন প্রথম ওয়ানডে দলে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমটি ক্রাইস্টচার্চে হবে ২৬ ডিসেম্বর।
সিডনিতে ক্যাম্প শেষে ২৩ ক্রিকেটারই এখন নিউজিল্যান্ডে। ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত পুরো দল। ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে শেষ দুটি ওয়ানডে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল : মাশরাফি বিন মোর্তাজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ–অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শুভাশিস রায় ও তনভির হায়দার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy