Advertisement
০৫ নভেম্বর ২০২৪

শুমাখারের ছেলে এবার ফর্মূলা ওয়ানে

ছোটবেলা থেকে দেখেছেন বাবা আর গতি প্রায় সমান। যখন গাড়ি ছোটাতেন তখন তাঁর ফেরারিকে প্রায় আকাশের সঙ্গে কথা বলাতেন মাইকেল শুমাখার। তাই হয়তো শয্যাশায়ী বাবাকে সেই গতির রাজ্যে আবার নিয়ে যেতে এবার নেমে পড়তে চলেছেন ছেলে মাইক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:৫৭
Share: Save:

ছোটবেলা থেকে দেখেছেন বাবা আর গতি প্রায় সমান। যখন গাড়ি ছোটাতেন তখন তাঁর ফেরারিকে প্রায় আকাশের সঙ্গে কথা বলাতেন মাইকেল শুমাখার। তাই হয়তো শয্যাশায়ী বাবাকে সেই গতির রাজ্যে আবার নিয়ে যেতে এবার নেমে পড়তে চলেছেন ছেলে মাইক। তিনি চান বাবার মতোই হতে। শুমাখারের পথ ধরেই ফেরারির জুনিয়র দল প্রেমাতে নাম লেখাতে চলেছেন তিনি। মাইক নেদারল্যান্ডসের দলের সঙ্গে এতদিন ছিলেন। আগামী বছর তাঁকে দেখা যাবে ইতালিয়ান সিরিজে প্রেমার জুনিয়র দলের হয়ে। ২০১৫তেই ১৬ বছর বয়সে জার্মান এফ৪-এর হয়ে অভিষেক হয়েছিল মাইকের। জার্মান এফ৪ ধরে রাখতে চাইছে মাইককে।

আরও খবর : হাঁটছেন শুমাখার, বলল ম্যাগাজিন, খবর উড়িয়ে দিলেন ম্যানেজার

গত ৩ জানুয়ারি ৪৭ বছরে পা দিলেন মাইকেল শুমাখার। ফর্মুলা ওয়ান থেকে ২০১২তেই অবসর নিয়েছিলেন তিনি। সুইৎজারল্যান্ডে পারিবারিক বাড়িতে ছুটি কাটানোর সময়ই স্কি করতে গিয়ে সেই দুর্ঘটনা। শুমাখার এখন আর গতির সঙ্গে কথা বলতে পারে না। বিছানায় শুয়ে শুধু তাকিয়ে থাকেন। প্রকাশ করতে পারেন না মনের ভাব। মাঝে মাঝেই চোখের কোনায় জল জমে। গাল বেয়ে নেমে আসে। এবার হয়তো ছেলের মধ্যে দিয়েই হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাবেন গতির রাজা।

অন্য বিষয়গুলি:

mike schumacher formula one
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE