আর মাত্র আটচল্লিশ ঘণ্টার অপেক্ষা। যার পরেই কোপা আমেরিকার ধুন্ধুমার লড়াইয়ে মুখোমুখি হবে কলম্বিয়া ও আর্জেন্তিনা। যাকে অনেক বিশেষজ্ঞই বলছেন, হয়তো টুর্নামেন্টের সেরা ম্যাচ।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই দুই দলের ফরোয়ার্ড লাইনকে বলা হয়েছিল অন্যতম সেরা। এক দিকে স্বয়ং মেসি। যাঁর সঙ্গে সাপোর্টিং কাস্ট তেভেজ, ইগুয়াইন, দি’মারিয়া। আর এক দিকে হামেস রদ্রিগেজ-সহ হুয়ান কুয়াদ্রাদো, রাদামেল ফালকাও। দু’দলের সমর্থকদেরই আশা ছিল গোলের বন্যা হবে। তার বদলে দুই দলেরই চলছে খরা। ওই একটা-দুটোর বেশি গোলই হচ্ছে না।
এই অবস্থায় দলকে তাতাতে যেন ‘শক থেরাপি’ ব্যবহার করছেন কোচ জেরার্ডো মার্টিনো। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে বলেই দিলেন, ‘‘মেসিরা বোরিং। ঘুমপাড়ানি ফুটবল খেলছে।’’ এমনকী এও ঠারে ঠোরে বুঝিয়ে দিচ্ছেন, এ রকম ফুটবল খেললে দলকে দেশে ফেরার টিকিট কাটতে হবে। ‘‘সু্যোগ তৈরি করলেও গোল করতে পারছি না। এগিয়ে থেকেও ম্যাচ শেষ করতে পারছি না। এই জিনিসটা খুবই খারাপ হচ্ছে,’’ বলছেন মার্টিনো। জামাইকা ম্যাচে অসংখ্য সু্যোগ তৈরি করেও কেন একটা গোল হল? মার্টিনোর দাবি, ‘‘প্রথমার্ধে অনেক আক্রমণ করেছি। দ্বিতীয়ার্ধে খুব বোরিং খেলেছি। খুব স্লো মুভমেন্ট হয়েছে।’’ আর্জেন্তিনার ফরোয়ার্ড লাইনে সেরা ফুটবলাররা থাকলেও কেন এমন হচ্ছে? মার্টিনোর যুক্তি, ‘‘প্রথমে মনে হচ্ছিল, ফুটবলাররা ক্লান্ত। কিন্তু কলম্বিয়া ম্যাচের আগে ছ’দিন বিশ্রাম পেয়েছি। কোনও অজুহাতের জায়গা নেই। জিততে গেলে আরও গোল করতে হবে।’’
বুধবার ছিল মেসির আঠাশতম জন্মদিন। জন্মদিনের উৎসবের আগে পুরোদমে চলল আর্জেন্তিনার অনুশীলন। ফিনিশিং প্র্যাকটিসের উপরেই বেশি জোর দিলেন কোচ। কোপা আমেরিকায় একটা মাত্র গোল করেছেন। তাও আবার পেনাল্টিতে। তবে অনুশীলনে এক কথায় বলে বলে গোল করলেন এলএম টেন। কখনও লং রেঞ্জ। কখনও একের বিরুদ্ধে এক। সব ধরনের ফিনিশিংয়ের মহড়া দেখালেন।
অনেকে আবার মনে করছেন, কোয়ার্টার ফাইনালের আগে মেসিকে তাতানোর জন্য মার্টিনোর মন্তব্য একটা টোটকা। তবে ঘটনা হল, মেসি কিন্তু এমনিতেই তেতে আছেন। একশো ম্যাচ খেলে উঠে মেসি নিজের ফেসবুকে পোস্ট করেছেন, ‘‘ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম আর্জেন্তিনার হয়ে খেলব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে গর্বের আর কিছু নেই আমার কাছে। আশা করছি, আরও অনের ম্যাচ খেলব দেশের হয়ে। এ বার সময় হয়েছে কাপটা জেতার। ভামোস আর্জেন্তিনা।’’
কোপা আমেরিকা শুধু মেসির জন্যই দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করার মঞ্চ নয়। কোচ মার্টিনোর ভাগ্যও নির্ভর করছে টুর্নামেন্টের উপর। শোনা যাচ্ছে, আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের কর্তারা ইতিমধ্যেই নাকি মার্টিনোকে বলে দিয়েছেন, কোপার ফাইনালে না উঠতে পারলে চাকরি যাবে।
পাশাপাশি আবার কলম্বিয়ার সমস্যাটাও আর্জেন্তিনার মতো। দলে গোল করার লোক অনেক। কিন্তু মাঠে নেমে কাজটা সে ভাবে কেউ করতে পারছেন না। কোচ হোসে পেকারম্যান যে সমস্যার কারণ হিসাবে বলছেন, ‘‘আমার মনে হয় ফুটবলাররা খুব ভয় পেয়ে যাচ্ছে। নিজেদের বাঁচিয়ে খেলছে।’’ কলম্বিয়া সমর্থকরা ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে রাদামেল ফালকাওর বিরুদ্ধে। তিনি এতটাই খারাপ খেলছেন যে আর্জেন্তিনার বিরুদ্ধে তাঁকে রিজার্ভ বেঞ্চেই রেখে দেওয়া হোক বলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রতিবাদ করেছেন সমর্থকরা। আবার বিশেষজ্ঞরা বলছেন, ফালকাওকে বসিয়ে ৪-২-৩-১ ছক করে দিতে।
শুক্রবার কোপায় কোয়ার্টার ফাইনালে
বলিভিয়া : পেরু (ভোর ৫-০০)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy